২০২৩-এ আমার নিজের করা প্রিয় ৫ ডিজাইন: রিফাত রহমান
শেয়ার করুন
ফলো করুন

২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত বিভিন্ন বায়িং হাউসে চাকরির অভিজ্ঞতা ঝুলিতে নিয়ে সিদ্ধান্ত নেন নিজেই ডিজাইনার হবেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি ডিজাইনার রিফাত রহমানকে। ২০২০ সাল থেকেই পুরোদমে নিজের ডিজাইন করা কালেকশন নিয়েই এগিয়ে যাচ্ছেন তিনি। ছোটবেলা থেকেই ডিজাইনের প্রতি ঝোঁক থাকায় পরিবারের সবার পাঞ্জাবি বা শাড়িতে কাজ করতেন তিনি।

অথবা নিজের পোশাককেও চেষ্টা করেছেন ব্যতিক্রম করতে। ছেলে হিসেবে এই ডিজাইনের প্রতি আগ্রহ নিয়ে নানা সময়ে বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হলেও এই বিষয়েই পড়াশোনা করেন তিনি। শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকেই ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এখন ডিজাইনার হিসেবে নিজের একটি আলাদা অবস্থান গড়ে তুলেছেন।

বিজ্ঞাপন

রিফাতের ২০২৩ সালের ফল-উইন্টার সংগ্রহটি তিনি সাজিয়েছেন ফিউশনধর্মী চিন্তা থেকে। এথনিক ছোঁয়ায় সময়োপযোগী ট্রেন্ডের যথাযথ প্রয়োগই এই কালেকশনের থিম বলা যায়। বহুবর্ণিল বা উজ্জ্বল রঙের বদলে আর্থি বা হালকা প্রাকৃতিক টোনের ব্যবহার করেছেন তিনি এখানে। জ্যাকেট, লম্বা ড্রেস আর আধুনিকতার মিশেলে স্পোর্টি আমেজ দেওয়া পোশাক তৈরি করেছেন তিনি এই কালেকশনে। আর ফেলে আসা ২০২৩-এ নিজের এই সংগ্রহ থেকেই রিফাত তাঁর ডিজাইন করা কিছু প্রিয় পোশাকের কথা জানালেন, সব কিছুর উর্দ্ধে যা দিয়েছে তাঁকে সৃজনের খাঁটি আনন্দ ও সন্তুষ্টি। ঐতিহ্য আর আধুনিকতার অনন্য সমন্বয়ে এই পোষাকগুলো ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করবে বলেই রিফাতের বিশ্বাস। ক্রেতাদের সাড়াও পেয়েছেন সেরকমই। 

১. টিয়ার দেওয়া বা কয়েক লেয়ারে ভাগ করা ঘেরের গাউনে এক ধরনের ভিনটেজ আমেজ থাকে। সাদা এই গাউনটিতে সেই ভিনটেজ স্টাইলের সঙ্গে ফিউশন করা হয়েছে বম্বার জ্যাকেট যোগ করে। আভিজাত্যপূর্ণ লুকে নিরীক্ষাধর্মী আর আধুনিক ভাইব এসেছে এখানে। 

বিজ্ঞাপন

২. এবার শীতে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করেছে বেইজ রং। এ রঙের লম্বা কোট ড্রেসে নিপুণ হাতের কাজ। আর এর সঙ্গে সঙ্গত দিচ্ছে ম্যাচিং প্যান্ট আর সাদা লম্বা শার্ট।

লেয়ারিং ট্রেন্ডের সময়োপযোগী ব্যবহারে স্টাইলিশ ৩ পিস অনসম্বলে পরিণত হয়েছে পুরো আউটফিট। এখানে ৩টি উপাদানের ফিউশনের কারণে ব্যতিক্রমী মাত্রা পেয়েছে লুকটি। 

৩. প্রি ড্রেপড শাড়ি এখন সময়ের দাবী। নতুন প্রজন্মের শাড়ির প্রতি ভালোবাসা প্রকাশের বাস্তবসম্মত সমাধান এই ফিউশন শাড়ির লুক।

ঐতিহ্যবাহী প্যাটার্নের সঙ্গে আধুনিকতার মিশেলের এই পোশাকটি পরতে সুবিধাজনক। আবার একই সঙ্গে ড্রেপিংয়ের অনন্য স্টাইলে নজর কাড়ার মতো এই আউটফিটটি। ফেব্রিকের ক্ষেত্রেও নিরীক্ষা করা হয়েছে এখানে। 

৪. লম্বা জ্যাকেট ড্রেস। শুনলেই বোঝা যায় এটি চোখে পড়ার মতো ইউনিক স্তাইল স্টেটমেন্ট দেবে। জ্যাকেট ড্রেসের লেয়ারিং যেকোন আউটফিটেই আভিজাত্য আর নতুন মাত্রা নিয়ে আসে।

আর শীতফ্যাশনে এটি হতে পারে দারুণ অপশন। ঐতিহ্যবাহী ফ্যাশন এলিমেন্টের সমন্বয়ে আধুনিক কাট ও প্যাটার্নের সমন্বয় ঘটেছে এখানে। 

৫. ছেলেদের জন্য হালের ট্রেন্ডি শেড বেইজে করা হয়েছে থ্রি পিস সেট। দারুণ ফিটিংয়ের স্লিক আর স্টাইলিশ টেইলরড জ্যাকেট, কন্ট্রাস্ট ইনার আর প্যান্ট।

সব মিলে এই আউটফিট ট্রেন্ডি আর নজরকাড়া। আধুনিক সিলুয়েটে ঐতিহ্যবাহী টেক্সচার আর কারুকাজের সমন্বয় ঘটানোই এখানে উদ্দেশ্য। 

ছবি: রিফাত রহমান

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন