এই ৪ ডিজাইন ছিল গেল বছরে আমার পছন্দের: ইমাম হাসান
শেয়ার করুন
ফলো করুন

প্লিটেড স্কার্ট, ঢিলেঢালা টপ ও জ্যাকেট সমসাময়িক ও বেশসম্মত
প্লিটেড স্কার্ট, ঢিলেঢালা টপ ও জ্যাকেট সমসাময়িক ও বেশসম্মত

যেহেতু টেকসই ফ্যাশনের চর্চা করে আসছি কয়েক বছর থেকে। খুব স্বাভাবিকভাবে তাই, পরিবেশবান্ধব কাপড়, রং ও পোশাক নকশায়, পরিবেশের ইতিবাচক আর নেতিবাচক প্রভাবের ছাপ আঁকতে পেরে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়াস আমাকে আনন্দিত করে। সে জায়গা থেকেই এই পোশাক আমার পছন্দের একটি পোশাক হয়ে দাঁড়িয়েছে। গেল বছরে ভালো লাগার কাজগুলোর মধ্যে এটি একটি। এই পোশাকে প্রাকৃতিক রং ও হাতে বোনা কাপড় ব্যবহার করা হয়েছে। এর নকশা ও কাটিংয়ে পরিধানকারীর আরামের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই পোশাক আসলে প্লিটেড স্কার্ট, ঢিলেঢালা টপ ও জ্যাকেট; যা কিনা সমসাময়িক পরিবেশসম্মত নকশার উদাহরণ হতে পারে।

বিজ্ঞাপন

ডট জেনেসিস সংগ্রহের পোশাক
ডট জেনেসিস সংগ্রহের পোশাক

তেইশের ডিজাইনের তালিকায় এই পোশাক দুটিও রয়েছে আমার পরবর্তী পছন্দের তালিকায়। এ পোশাকের বিশেষত্ব হলো, কাপড়ের অপচয় না করে প্যাটার্ন করা। পরিভাষায় আমরা যেটাকে বলে থাকি জিরো ওয়েস্ট। এই নকশায় প্রেরণা হয়েছে জাপানিজ কিমোনো।
ডট জেনেসিস। আমার একটি সংগ্রহ। আমার অন্যতম প্রিয় শিল্পী জাপানের ইয়াওই কুসামার কাজ থেকে বিশেষভাবে অনুপ্রাণিত। এই পোশাক পরিকল্পনায় পুরুষ ও নারী উভয়েরই আরামের বিষয়টা মাথায় রাখা হয়েছে। বরাবরের মতো দেশীয় তাঁতে বোনা কাপড় ব্যবহার করেছি; এটা খুব স্বাভাবিকভাবেই পোশাকপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ফ্যাশন শোতে ডট জেনেসিস সংগ্রহ
ফ্যাশন শোতে ডট জেনেসিস সংগ্রহ

মেয়েদের জন্য নকশা করা এই পোশাকের আরেকটি বিশেষত্ব হলো, এটা উভয় দিকেই পরা যায়। হাতে বানানো ক্রসে বিকিনি ও ড্রেপিং স্কার্ট। একইভাবে ছেলেদের পোশাকটিও সমসাময়িক আরামদায়ক আর ফাংশনাল; যা কিনা আধুনিক পোশাকপ্রেমীদের জন্য বিশেষ উপযোগী।
‘স্যাভেজিং আর্ট’ শিরোনামের এ পোশাক ছিল অন্যতম ভালো লাগার; কারণ হলো, প্রাকৃতিক নীল বা ইন্ডিগোর ব্যবহার। নকশা করা হয়েছে অত্যন্ত সুচারুরূপে প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেলে, যা বাঙালি পোশাকপ্রেমীদের পোশাকের পছন্দে নতুন ভাবনা যোগ করতে পারে। এই সংগ্রহের বিশেষত্ব হলো, প্রাকৃতিক রং আর হাতে বোনা কাপড়। বিশেষভাবে লক্ষণীয় এর ছোট ছোট ডিটেইল ও সমসাময়িক প্যাটার্ন।

বিজ্ঞাপন

প্রেরণা যখন রিকশা আর্ট
প্রেরণা যখন রিকশা আর্ট

রিকশা আমাদের বাংলাদেশের অতি পরিচিত একটি বাহন। বহু বছর ধরেই পোশাক ও অনুষঙ্গ নকশায় রিকশা একটি অনুপ্রেরণা। তবে রিকশা আর্ট অনেকভাবে ব্যবহৃত হলেও রিকশার কাটিং নকশা হঠাৎ দারুণভাবে চোখে ধরে। ফলে ভাবতে থাকি, রিকশার এই নকশাকে ব্যবহার করে কীভাবে আড়ম্বরপূর্ণ পোশাক করা যায়। এ জন্যই বেছে নিই র সিল্ক। ফলে নৈশভোজের শাড়ি। এই শাড়ির নকশায় কাটওয়ার্ক আর এমব্রয়ডারির মিশেলে আড়ম্বরপূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে রিকশার হুডের নকশা। রিকশা আর্টের ঐতিহ্য অনবদ্য সৌন্দর্যে উপস্থাপিত হয়েছে শাড়িতে।

শর্ষে হলুদ রঙের এই শাড়ি খুব ভেবে করা হয়নি
শর্ষে হলুদ রঙের এই শাড়ি খুব ভেবে করা হয়নি

শর্ষে হলুদ রঙের এই শাড়ি খুব ভেবে করা নয়। রংটা ভীষণ আকর্ষণীয়। আঁচলে হ্যান্ডপেইন্ট আর অভিনব কৌশল ব্যবহার করে সুতা ও চুমকির কাজে শাড়িটিকে আধুনিক ও অভিজাত্যপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। শাড়ির আঁচল ও ব্লাউজ ছিল চোখে পড়ার মতো। স্বাভাবিকভাবেই যে কারও চোখ টানবে।

ছবি: ইমাম হাসান

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন