২০২৩ সালে আমার সেরা ৫টি নকশা: আফসানা ফেরদৌসী
শেয়ার করুন
ফলো করুন

আফসানা ফেরদৌসীর একটি কাজের শিরোনাম ছিল ‘একটি নীল নদীর গল্প’। কাজটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আরও অনুপ্রেরণা দিয়েছে নিজের ঐতিহ্য, দেশ ও পরিবেশবান্ধব পণ্য নিয়ে কাজ করার।

আমি আমার দেশের নদীগুলোর সৌন্দর্য, এদের পাশে গড়ে ওটা জীবন, সেখানে বসবাস করা মানুষ, মাছ, পাখিদের গল্প তুলে ধরেছি আমাদের দেশে হাতে বোনা কাপড়, প্রাকৃতিক নীল রং (ইন্ডিগো), কাঁথা সেলাইয়ের মাধ্যমে।

আমার এই সংগ্রহে ব্যাগ ও কানের দুল ছিল মাছ নিয়ে। এসব বানানো হয় বাতিল কাপড়ের টুকরো দিয়ে। এটা ছিল একধরনের আপসাইক্লিং। আমি একজন অ্যাকটিভিস্ট। আমার কাজে সব সময় কিছু প্রতিবাদের ভাষাও থাকে। এই কালেকশনেও সেটা হয়েছে। আমাদের এই সুন্দর নদীগুলোকে বাঁচানোর নানা বার্তা ছিল। এই সংগ্রহের পাঁচটি পছন্দের কাজকে এখানে তুলে ধরা হলো।

বিজ্ঞাপন

বাঁচলে নদী বাঁচবে দেশ

এই শিফট ড্রেস আর জ্যাকেটটি করা হয়েছে রাজশাহী সিল্ক দিয়ে। এখানে আমি বাংলাদেশের মানচিত্রকে কাঁথা সেলাইয়ে তুলে এনেছি। আমাদের নদীগুলো মিশেছে বঙ্গোপসাগরে। জ্যাকেটে লেখা হয়েছে: বাঁচলে নদী বাঁচবে দেশ। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের প্রত্যেকের নিজের দেশ এবং পৃথিবীর প্রতি দায়িত্ব আছে; সেটা যত ছোটই হোক না কেন। তাই একজন সাসটেইনেবল ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি চেষ্টা করি এমন বার্তা পোশাকে ব্যবহার করতে, যা মানুষকে একটু হলেও ভাবাবে প্রকৃতিকে সুন্দর রাখার ও বাঁচানোর কথা।

বিজ্ঞাপন

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস

পুরুষদের এই পোশাকটির বিশেষত্ব হলো আপসাইকেল্ড। অনেক কাপড় জোড়া দিয়ে তৈরি। কিন্তু এমনভাবে জোড়া দেওয়া হয়েছে, দেখে মনে হবে, অনেক নদী বয়ে যাচ্ছে পাশাপাশি। রঙের শেডের ভিন্নতার মাধ্যমে এই দ্যোতনা ফুটিয়ে তোলা হয়েছে। এই শার্টের মধ্যে কাঁথা সেলাইয়ে মাছ ও কবিতার লাইন ও ‘নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’ আর প্যান্টেও বড় আকারের মাছ ফুটিয়ে তোলা হয়েছে। কাঁথা সেলাইয়ে ছেলেদের পোশাকেও শৈল্পিক ভাব আনা যায়। এখানে সেটাই তুলে ধরার প্রচেষ্টা ছিল।

নদী ও বক

এই শাড়িতে বকের জীবন তুলে ধরা হয়েছে কাঁথা স্টিচের মাধ্যমে। এখানো ঢেউ আছে, মাছও আছে। ইন্ডিগো দিয়ে সিল্কের এই শাড়িতে সূচিকর্ম করা হয়। সঙ্গে ছিল অ্যান্ডি কটন ব্লাউজে একইভাবে সূচিকর্মে মাছেদের উপস্থিতি।

আবার আসিব ফিরে

জীবনানন্দ দাশের আবার আবার আসিব ফিরে আমার অনেক পছন্দের একটি কবিতা। যতই পড়ি ততই নিজের দেশকে অনেক ভালোবাসতে মন চায়। এই কবিতার কিছু লাইন আমি শাড়িতে নিয়ে আসি। এই শাড়ি ইন্ডিগোয় টাইডাই করা। আর সেটা এমনভাবে করা, যেন দেখে মনে হয়, নদীর পাড়ে মাটিতে লেখা হয়েছে কবিতার লাইন। যেখানে মাছেরা খেলা করছে, নৌকা চলছে, পাখিরা উড়ছে।

নদীর জলে মাছেদের যাত্রা

হ্যান্ডলুম কটনের ইন্ডিগো শাড়িতে নানা রকম মাছ, বাংলাদেশের কাঁথা সেলাই তুলে ধরা হয়েছে। এখানে মাছও জলে স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে আমাদের জাতীয় মাছ ইলিশও আছে। এটা আসলে একটা প্রতীকী শাড়ি; এতে বার্তা দেওয়া হয়েছে, আমাদের নদীগুলোকে দূষণমুক্ত রাখার। তাহলে শুধু মাছ নয়, নদীর প্রাণবৈচিত্র্যও রক্ষা পাবে।

ছবি: আফসানা ফেরদৌসী

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন