লাল শাড়িতে রোদ-বৃষ্টির দিন
শেয়ার করুন
ফলো করুন

লাল শাড়ির আবেদন বলে বোঝানোর নয়। গানে, কবিতায়, অনুরাগী চোখের মুগ্ধতায়, প্রেমিকের আশ্লেষে লাল শাড়ির আবির মাখামাখি হয়ে থাকে পরম ভালোবাসায়। বউয়ের সাজে তো বটেই, লাল শাড়ি যেন প্রতিটি নারীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুণে। সংগ্রহে লাল শাড়ি নেই, এমন নারী খুঁজে পাওয়া ভার।

মডেল: তটিনী; 
শাড়ি: কহিনূর;
উদ্যোগ: বেগম বাহার; 
ছবি: জয়িতা আফরীন
মডেল: তটিনী; শাড়ি: কহিনূর; উদ্যোগ: বেগম বাহার; ছবি: জয়িতা আফরীন

প্রেমিক পুরুষও তার ভালোবাসার মানুষটিকে লাল শাড়িতে দেখতে বা কল্পনা করতে ভালোবাসে। প্রেয়সীর উপহারে তাই প্রায়ই লাল শাড়ি থাকে পছন্দের তালিকার শীর্ষে। আর এই রোদ, এই বৃষ্টির এমন দিনে মনের মতো একটি লাল শাড়ি হলে আর কিছুই যেন দরকার নেই সবার নজর কাড়তে আর মুগ্ধতা ছড়াতে।

বিজ্ঞাপন

লাল রংকে শুধু লাল কথাটি দিয়ে বোঝানো দায়। টকটকে লাল বা ক্রিমসন রেড, ভার্মিলিয়ন রেড বা সিঁদুরে লাল, রক্ত লাল, ইট লাল বা মরচে শেডের লাল অথবা একটু কমলা শেডের স্কার্লেট রেডের প্রতিটির আবেদন আলাদা রকমের। আরেকটু গাঢ় শেডের দিকে গেলে রুবি রেড, মেরুন বা ওয়াইন—এসব বেছে নেওয়া যায় শাড়ির জন্য।

মডেল: তটিনী;
শাড়ি: করবী;
উদ্যোগ: বেগম বাহার; 
ছবি: জয়িতা আফরীন
মডেল: তটিনী; শাড়ি: করবী; উদ্যোগ: বেগম বাহার; ছবি: জয়িতা আফরীন
মডেল: তটিনী; 
শাড়ি: কহিনূর;
উদ্যোগ: বেগম বাহার; 
ছবি: জয়িতা আফরীন
মডেল: তটিনী; শাড়ি: কহিনূর; উদ্যোগ: বেগম বাহার; ছবি: জয়িতা আফরীন

এখন ভিনটেজ ফ্যাশন রয়েছে ট্রেন্ডের শীর্ষে। তাই মায়ের লাল টুকটুকে বিয়ের শাড়ি, নানি-দাদির জরির কাজের লাল বেনারসি, তাঁতের নকশিদার বুটি-আঁচলের লালচে শেডের কোনো সুতির শাড়িও দারুণ মানিয়ে যাবে।

বিজ্ঞাপন

লাল শাড়ি এমনিতে একাই এক শ। জরির বুনন থাকলে তো কথাই নেই। অনুষঙ্গ বা মেকআপের বাহুল্য পরিহার করলেই এর আবেদন বাড়ে। বিশেষত এই রোদ-বৃষ্টির দিনে মিনিমাল সাজ বেশ মানানসই লাগবে। চুল খোলা থাকতে পারে। মেসি-বান বা এলোখোঁপায় ফুল হলে হবে তা সোনায় সোহাগা।

মডেল: তটিনী;
শাড়ি: করবী;
উদ্যোগ: বেগম বাহার; 
ছবি: জয়িতা আফরীন
মডেল: তটিনী; শাড়ি: করবী; উদ্যোগ: বেগম বাহার; ছবি: জয়িতা আফরীন
মডেল: তটিনী;
শাড়ি: করবী;
উদ্যোগ: বেগম বাহার; 
ছবি: জয়িতা আফরীন
মডেল: তটিনী; শাড়ি: করবী; উদ্যোগ: বেগম বাহার; ছবি: জয়িতা আফরীন

আর শুধু টিপ ও কাজলকে সঙ্গে নিয়েই যেকোনো অনুষ্ঠানে বাজিমাত করতে পারবে মনের মতো একটি টুকটুকে লাল শাড়ি। ঝলমলে রোদের দিন হোক আর হঠাৎ বৃষ্টি, লাল শাড়ি পরা মেয়েটির দিক থেকে নজর ফেরানো দায় হবে।

ছবি কৃতজ্ঞতা: অনলাইন উদ্যোগ ‘বেগম বাহার’-এর স্বত্বাধিকারী টুম্পা রহমান।

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৬: ৫৭
বিজ্ঞাপন