শাড়ির যত সঙ্গী
শেয়ার করুন
ফলো করুন

কুর্তা

শর্ট বা লং দুই ধরনেরর কুর্তাই শাড়ির সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। তবে এ ক্ষেত্রে শাড়ি পরতে হবে একটু বুঝেশুনে। আঁচল লম্বা রাখতে হবে। ছেড়ে দেওয়া যাবে না। প্লিট করে পরতে হবে। কুর্তার ফিটিংয়ে মনোযোগী হতে হবে। শর্ট কুর্তা একটু ঢিলেঢালা হলেও ক্ষতি নেই। লং কুর্তা ফিটিং হলেই ভালো। স্টাইলিশ লুকের জন্য চাইলে অ্যাক্সেসরিজ হিসেবে কোমরে চিকন বা মোটা বেল্ট পেঁচিয়ে নেয়া যেতে পারে।

মডেল: নদী; শাড়ি: কে ক্রাফট; মেকওভার: পারসোনা, লোকেশন: ক্যানভাস স্টুডিও; ছবি: সাইফুল ইসলাম
মডেল: নদী; শাড়ি: কে ক্রাফট; মেকওভার: পারসোনা, লোকেশন: ক্যানভাস স্টুডিও; ছবি: সাইফুল ইসলাম

ক্রপ টপ

অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল ট্রেন্ডে রাজত্ব করছে ক্রপ টপ। পোশাকটিকে নির্দ্বিধায় শাড়ির সঙ্গী করা যেতে পারে। ক্রপ টপ সাধারণ ব্লাউজের তুলনায় একটু বড় ও ঢিলেঢালা হওয়ায় আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে যায়। এখন বাজারে নিটের ক্রপ টপ ছাড়াও সুতি, জর্জেট, সিল্ক ফ্যাব্রিকের তৈরি টপ পাওয়া যাচ্ছে। গরমের জন্য এগুলো বেশ আরামদায়ক। ক্রপ টপের সঙ্গে শাড়ি পরার স্টাইলিংয়ে বৈচিত্র্য আনা যাবে খুব সহজে। যেমন শাড়ির আঁচল গলায় স্কার্ফের মতো পেঁচিয়ে পরা যেতে পারে। ফাংকি স্টাইল করতে চাইলে শাড়ি উঁচু করে পরে পায়ে গলিয়ে নেওয়া যায় ক্ল্যাসিক সাদা বা কালারফুল স্নিকারস।

বিজ্ঞাপন

শার্ট

মডেল: নদী; শাড়ি: কে ক্রাফট; মেকওভার: পারসোনা, লোকেশন: ক্যানভাস স্টুডিও; ছবি: সাইফুল ইসলাম

শার্ট তো সবার ওয়ার্ডরোবেই থাকে। ক্ল্যাসিক বাটন ডাউন সাদা বা কালো শার্ট যেকোনো শাড়ির সঙ্গে অনেক সুন্দরভাবে মানিয়ে যায়। চাইলে প্রিন্টের শার্টও ব্লাউজের বিকল্প হিসেবে পরা যেতে পারে। সুতি শাড়ির সঙ্গে কটন ফরমাল শার্ট আর সিল্ক বা একটু ভারি শাড়ির সঙ্গে স্যাটিন ও অরগাঞ্জার শার্ট ভালো মানায়। শার্টের স্লিভের দিকেও বিশেষ নজর দিতে পারেন। একটু পাফি স্লিভের শার্ট এখন সবখানেই পাওয়া যায়। চাইলে মিনিমাল শাড়ির সঙ্গে কলার ও কাফে ডিজাইন করা শার্ট বেছে নেওয়া যায়।

বিজ্ঞাপন

অফ বা কোল্ড শোল্ডার টপ

পশ্চিমা পোশাকের ভক্ত যাঁরা, তাঁরা ব্লাউজের বদলে অফ শোল্ডার টপ বেছে নিতে পারেন। গরমে এ ধরনের টপ বেশ আরামদায়ক হবে। যেকোনো গর্জিয়াস শিফন, জর্জেট, সিল্ক বা স্যাটিন শাড়ির সঙ্গে অফ শোল্ডার টপ খুব ভালো মানায়। যাঁদের একদম খোলা কাঁধে অস্বস্তি, তাঁদের জন্য রয়েছে কোল্ড শোল্ডার ধরনের টপ। কোল্ড শোল্ডার টপের আঁচল ছেড়ে বা প্লিট—দুইভাবেই স্টাইলিং করা যাবে। তবে অফ শোল্ডারের সঙ্গে আঁচল ছেড়ে পরলেই ভালো দেখাবে।

মডেল: নদী; শাড়ি: কে ক্রাফট; মেকওভার: পারসোনা, লোকেশন: ক্যানভাস স্টুডিও; ছবি: সাইফুল ইসলাম

ব্রালেট

খুব বেশি দিন হয়নি ট্রেন্ডে ব্রালেটের প্রত্যাবর্তন হয়েছে। অনেক রকমের ব্রালেট আছে। যেমন লেস, কোরসেট, টেক্সচারড, সিল্ক, রোমান্টিক, স্পোর্টি, নিট ইত্যাদি। এই সব ধরনের ব্রালেট শাড়ির সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়। সাদামাটা শাড়ির সঙ্গে সিকুইন বা বিডস এমবেলিশড ব্রালেট বেছে নিন। ইদানীং আমাদের এখানে সুতি ও কুশি–কাঁটার ব্রালেট পাওয়া যাচ্ছে। সুতি শাড়ির সঙ্গে এই ব্রালেট পরা যেতে পারে। স্টাইলিশ লুকের জন্য চাইলে ব্রালেটের সঙ্গে বোলেরো (একধরনের ছোট জ্যাকেট) বা সুতির লং বা সেমি লং শ্রাগ চাপিয়ে নেওয়া যায়।

প্রকাশ: ০৩ মে ২০২২, ০৪: ০০
বিজ্ঞাপন