বেনারসি বয়নশিল্পের রুগ্ণ দশা
শেয়ার করুন
ফলো করুন

বেনারসি শাড়ি। বাঙালি নারীর কাঙ্ক্ষিত বস্ত্র। বিশেষত বিয়ে হলে তো কথা নেই। এই বেনারসি সেই বেনারস থেকে একদল পরিযায়ী বয়নশিল্পীর হাত ধরে আমাদেরও হয়ে যায়। নানা পথ ঘুরে মিরপুরে থিতু হওয়ার জন্য এই শাড়ি মিরপুর বেনারসি হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো আর পৃষ্ঠপোষকতার অভাবে আজ বড়ই দুর্দিন বেনারসি বয়নশিল্পের। গত ৩০ বছরে বেনারসিপল্লিতে তাঁতের সংখ্যা কমে অর্ধেক হয়েছে। কমেছে তাঁত, কমেছে বয়নশিল্পী। বিক্রি বাড়লেও সেটা এখানে তৈরি শাড়ির নয়, বরং বিদেশ থেকে আমদানি হওয়া বেনারসির। অথচ এখনো দারুণ সম্ভাবনাময় এই বয়নশিল্প। প্রয়োজন সঠিক দিকনির্দেশনা আর যথাযথ উদ্যোগ। এই শিল্পের রুগ্ণ দশার ছবি তুলেছেন আশরাফুল আলম

১/৭
সুতা রং করা হচ্ছে
সুতা রং করা হচ্ছে
বিজ্ঞাপন
২/৭
টানা দেয়া হচ্ছে
টানা দেয়া হচ্ছে
বিজ্ঞাপন
৩/৭
টানা দেয়ার প্রক্রিয়া
টানা দেয়ার প্রক্রিয়া
৪/৭
বয়নপ্রক্রিয়া
বয়নপ্রক্রিয়া
৫/৭
জ্যাকার্ড তাঁত বেনারসি বোনা হচ্ছে
জ্যাকার্ড তাঁত বেনারসি বোনা হচ্ছে
৬/৭
বয়নপ্রক্রিয়া
বয়নপ্রক্রিয়া
৭/৭
জরির সুতায় নকশা তোলা
জরির সুতায় নকশা তোলা
প্রকাশ: ২৩ মে ২০২২, ১২: ১৯
বিজ্ঞাপন