ফসিলের নতুন হাইব্রিড ঘড়িতে মিলবে স্মার্ট ওয়াচের সুবিধার সঙ্গে অভিজাত লুক
শেয়ার করুন
ফলো করুন

প্রযুক্তির নিত্যনতুন ছোঁয়ায় বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে মানুষের ফ্যাশন–ভাবনা। কম সময়ে বেশি জানতে আগ্রহী সবাই। আর সময় জানার যন্ত্রটি নিয়েও ভাবনার শেষ নেই ফ্যাশন সচেতন মানুষের। কেউ পছন্দ করেন আধুনিক মাল্টি ফাংশনাল স্মার্ট ওয়াচ, তো কারও পছন্দ ক্ল্যাসিক ডায়ালের কোয়ার্টজ ঘড়ি। এই দ্বন্দ্ব দূর করতে দুটিই একসঙ্গে পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে হাইব্রিড হাতঘড়িগুলো। অ্যানালগ স্টাইল আর ডিজিটাল মাল্টিফাংশনিং একত্র করে মার্কিন ব্র্যান্ড ফসিল বাজারে এনেছে নতুন ফিচারের হাতঘড়ি ‘দ্য জেন ৬ হাইব্রিড ওয়েলনেস’।

ফসিলের এই মডেলের ঘড়ি দেখে কোনো ট্রেডিশনাল কোয়ার্টজ ঘড়ি ভেবে ভুল হতে পারে অনেকের। স্মার্ট ওয়াচের চিরাচরিত টাচ স্ক্রিনের বদলে এই ঘড়িতে রাখা হয়েছে অ্যানালগ থিমের ই-ইঙ্ক ডিসপ্লে। ফসিলের ‘দ্য জেন ৬ হাইব্রিড ওয়েলনেস’ ঘড়িতে স্টেইনলেস স্টিলের ফ্রেম রাখা হয়েছে আর রয়েছে বিভিন্ন রঙের স্ট্র্যাপ। স্টেইনলেস স্টিলের ফ্রেম ঘড়িটিকে আরও অভিজাত লুক দিয়েছে। আর স্ট্র্যাপ পরিবর্তনযোগ্য হওয়ায় যে কেউ তাঁর পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন যেকোনো রং। তাই আপনার আউটফিটের সঙ্গে মিলিয়ে স্টাইলিং করা হবে খুব সহজ। বাইরের অবকাঠামো ট্রেডিশনাল হলেও এতে যোগ করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি।

বিজ্ঞাপন

মিলবে স্মার্ট ওয়াচের সব সুবিধা

১৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এই ঘড়ির সাউন্ড সিস্টেমে রাখা হয়েছে মাইক্রোফোন, ভাইব্রেশন ও লাউডস্পিকার। স্ক্রিনে আলো বাড়ানোর প্রয়োজন হলে আছে অ্যাম্বিয়েন্ট লাইট। দিকনির্দেশনার জন্য আছে কম্পাসের সংযোজনও। স্টাইলের দিকে ফোকাস করে তৈরি করা হলেও ‘দ্য জেন ৬ হাইব্রিড ওয়েলনেস’ ঘড়িটিতে রয়েছে আধুনিক স্মার্ট ওয়াচের সব সুবিধা। বিভিন্ন ফিটনেস ট্র্যাকিং ফিচার যেমন ১০টি ওয়ার্কআউট অপশন, ব্যবহারকারীর হৃৎস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা নির্ণয় ও ঘুমের ধরন মনিটরিং করা যাবে এই হাতঘড়ি থেকে। তা ছাড়া আবহাওয়ার খবরও দেখা যায় ঘড়ির ডিসপ্লেতে। ফোনের সঙ্গে সংযুক্ত করে নিলে কল করা, ফোনের মিউজিক সিস্টেম নিয়ন্ত্রণ করা যায় সহজেই। আপনার সব স্বাস্থ্যের তথ্যও ফোনের ফসিল অ্যাপ থেকে দেখে নেওয়া যাবে।

বিজ্ঞাপন

মাত্র দুবার চার্জ দিলে চলবে পুরো মাস

স্মার্ট ওয়াচগুলোর চার্জ যেখানে দুই-তিন দিন থাকে না, সেখানে হাইব্রিড ধরনের হাতঘড়িগুলো নিশ্চিত করছে দুই সপ্তাহ যাবৎ ফুল চার্জ। ফলে বারবার চার্জ দেওয়া নিয়ে কোনো চিন্তা করতে হয় না ব্যবহারকারীকে। ফসিলের এই নতুন ‘দ্য জেন ৬ হাইব্রিড ওয়েলনেস’ ঘড়িতেও একবার চার্জ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ১৪ দিন, যা ক্রেতাদের আকৃষ্ট করছে। আধা ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হওয়ার দাবি করেছে ফসিল। এই আকর্ষণীয় ফিচার নিয়ে বেশ সন্তুষ্ট ঘড়িপ্রেমিরা।

যেসব ব্যাপারে পাওয়া যাচ্ছে নেগেটিভ রিভিউ

ফোনের সঙ্গে অ্যালেক্সাতে যোগাযোগ স্থাপনে বেশ মন্থরগতিতে কাজ করে হাতঘড়িটি, যা পছন্দ করছেন না গ্রাহকেরা। অন্যান্য স্মার্ট ওয়াচের চেয়ে তথ্য হালনাগাদে এটি ধীরগতির বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। ‘দ্য জেন ৬ হাইব্রিড ওয়েলনেস’ ঘড়িতে ব্যবহৃত ই-ইঙ্ক স্ক্রিন এলসিডি স্ক্রিনের চেয়ে রিফ্রেশ হতে বেশি সময় নেয় বলে এই সমস্যা হচ্ছে। অনেকেই মনে করছেন, ফসিলের এই হাইব্রিড ঘড়িতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, তা যথেষ্ট শক্তিশালী নয়। আবার এতে জিপিএস সিস্টেমও রাখা হয়নি। নোটিফিকেশনও ফোন থেকেই দেখতে হবে।
ই-ইঙ্ক ডিসপ্লে যথেষ্ট আলোতে ভালো সেবা দিলেও কম আলোতে আপনাকে একটু ঝামেলায় ফেলতে পারে। কারণ, ‘দ্য জেন ৬ হাইব্রিড ওয়েলনেস’ ঘড়িতে সেন্সর লাইটের কোনো ব্যবস্থা নেই। ম্যানুয়ালি বাটন চেপে স্ক্রিনে লাইট অন করতে হবে। এই ঘড়ি হাতে রেখে পানির ব্যাপারেও আপনাকে একটু সচেতন হতে হবে। যদিও বৃষ্টিতে নষ্ট হবে না, তবে বেশি পানিতে এর পানি প্রতিরোধক সিস্টেম কার্যকর নয়।
তবে সব মিলিয়ে ক্ল্যাসিক ফ্যাশন ধরে রাখতে ‘দ্য জেন ৬ হাইব্রিড ওয়েলনেস’ হতে পারে আপনার প্রিয় ফ্যাশন অনুষঙ্গ। মৌলিক ও সুরুচির তালিকায় বেশ এগিয়ে আছে এই স্মার্ট ওয়াচ। তবে সেক্ষেত্রে অত্যাধুনিক কিছু প্রযুক্তির সঙ্গে অল্প একটু আপস করে নিতে হবে।

ছবি: ফসিলের ওয়েবসাইট ও ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন