হাল ফ্যাশন ডেস্ক
দীর্ঘ ২০ বছরের বেশি সময়ের বন্ধুত্ব পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও মার্কিন ঘড়ি ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী জ্যাকব আরাবোর। দুজন জুটি বেঁধে গতকাল প্রকাশ করেছেন নতুন ডিজাইনের ঘড়ি। সদ্য চুক্তি শেষ হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তাঁর আইকনিক গোলের একটি ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই নতুন ঘড়িতে।
মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। এর কয়েক ঘণ্টা আগেই রোনালদো তাঁর ইনস্টাগ্রামে একটি ঘড়ির ব্র্যান্ডের প্রচারের ছবি শেয়ার করেন। আরও জানান মার্কিন লাক্সারি ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোম্পানির সঙ্গে তাঁর অংশীদারত্বের খবর। ক্রিশ্চিয়ানো রোনালদো তাঁর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বিখ্যাত হেডারে যে গোলটি করেছিলেন, তা চিত্রিত করে বিলাসবহুল ঘড়ির নকশা করা হয়েছে। এই আইকনিক গোলের ছবি সিআরসেভেন ফ্যানদের কাছে বেশ পরিচিত।
ঘড়ি কালেকশনে দুটি ডিজাইন প্রকাশ করা হয়েছে। একটি হলো হার্ট অব সিআরসেভেন, অপরটি ফ্লাইট অব সিআরসেভেন। লাল, কালো, কপার আর সোনালি রঙের একটি এবং সবুজ, কালো ও রূপালি রঙের অন্যটি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে রোনালদো লিখেছেন, ‘বিশ্বের অন্যতম প্রধান ঘড়ি ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোম্পানির সঙ্গে আমার অংশীদারত্ব ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত। আজ আমরা আমাদের প্রথম ঘড়ি কালেকশন প্রকাশ করছি, যেটি আমি আমার প্রিয় বন্ধু জ্যাকব আরাবোর সঙ্গে ডিজাইন করেছি।’
সিআরসেভেন ফ্যানরা এই ঘড়ি নিজের সংগ্রহে রাখতে চাইলে ব্র্যান্ডটির ওয়েবসাইটে প্রি-অর্ডার করতে হবে।