সাড়া জাগিয়েছে দেশি ব্র্যান্ডের বার্বি জুতা
শেয়ার করুন
ফলো করুন

বার্বি মুভির বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের নামধাম বা বার্বি লিখে গুগল করলে সঙ্গে সঙ্গে পুরো ফিড সাদা বা কালো থেকে গোলাপি হয়ে যাচ্ছে। শুধু গুগল নয়, এ বছরের ২১ জুলাই ‘বার্বি’ মুভিটি  মুক্তি পাওয়ার দিন থেকে পুরো ফ্যাশন–দুনিয়াও রঙিন হয়ে আছে গোলাপি রঙে। হালের এই স্রোতে গা ভাসিয়ে ‘বার্বি’ মুভি দেখেছেন কিন্তু গোলাপি পোশাক ও অনুষঙ্গ দিয়ে সাজেননি এমন মেয়ে খুঁজে পাওয়া ভার।

‘বার্বি’ মুভির মুখ্য চরিত্রে মার্গট রবির বার্বি সাজা এক ছবি সামনে আসে ২০২২-এর জুনে। সেই থেকে চলছে এই গোলাপি উন্মাদনা। চলতি বছরেও ফ্যাশনে সবচেয়ে বেশি ট্রেন্ডি রংগুলোর একটি হলো বার্বি পিঙ্ক। দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো এনেছে এই থিমে এক্সক্লুসিভ সব কালেকশন। তারই ধারাবাহিকতায় দেশি হস্তশিল্পভিত্তিক ফ্যাশনেবল ফুটওয়্যার ব্র্যান্ড হারমিজন (hermizon) নিয়ে এসেছে বার্বি থিমের জুতা।

বিজ্ঞাপন

‘বার্বি’ মুভি মুক্তি পাওয়ার মাত্র সাত দিনের মাথায় হারমিজন হাজির হয় তাদের নতুন সংগ্রহ—বার্বি অনুপ্রাণিত গোলাপি রঙের ছয়টি ভিন্ন ডিজাইনের জুতা নিয়ে। এ ক্ষেত্রে তারা হিলসের পাশাপাশি গুরুত্ব দিয়েছে ফ্ল্যাট স্যান্ডেলেও। কোনোটি হট পিঙ্ক তো কোনোটি লাইট পিঙ্ক। আবার ক্রেতাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বেল্টসহ ও বেল্ট ছাড়া—দুভাবেই ডিজাইন করা হয়েছে জুতাগুলো। বিভিন্ন শেডের পোশাকের সঙ্গে জুতাগুলো মানিয়ে যাবে বেশ সহজেই।

শুধু আকর্ষণীয় ডিজাইনই নয়, হারমিজন এসব জুতার দিয়েছে বার্বি থিমের আকর্ষণীয় ছয়টি নাম। ‘বার্বি’ মুভির ছয়টি চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে এগুলোর নাম দেওয়া হয়—চেলসি, স্কিপার, স্টেসি, বারবারা, গ্লোরিয়া ও সাশা। ৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে এই জুতাগুলোর বিনিময় মূল্য।

বিজ্ঞাপন

হারমিজনের সব আউটলেট এমনকি অনলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে এই জুতাগুলো। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ‘বার্বি’র ব্যাপারে উৎসুক জনতা হারমিজনের আউটলেটগুলোয় ভিড় জমাতে থাকেন। চমৎকার ডিজাইনের সঙ্গে গোলাপি রং নজর কাড়ছে বার্বিপ্রেমীদের। নান্দনিক ডিজাইন ও আরামদায়ক হওয়ায় হারমিজনের বার্বির সংগ্রহ ক্রেতাদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে।

Nazifa Tabassum Lamiya

হারমিজনের প্রতিষ্ঠাতা রিফাত জানান, ‘বার্বি’ মুভি আসার পর সবার বার্বি সাজে নিজেকে সাজানোর ক্রেজ দেখে তাঁরা বুঝতে পারেন, বাজারে গোলাপি ফ্যাশন অনুষঙ্গের চাহিদা রয়েছে বেশ। আর জুতা তার মধ্যে অন্যতম। স্টাইলিশ ও আরামদায়ক জুতা না হলে কোনো ফ্যাশনই পূর্ণতা পায় না। বার্বি হাইপড ক্রেতাদের কথা ভেবেই তাঁদের এই সংগ্রহ।

বার্বি কালেকশনসহ হারমিজনের প্রতিটি পণ্য তৈরি হয় স্থানীয় কারিগরদের দিয়ে। সব জুতার ডিজাইনেই হস্তশিল্পের ছোঁয়া রাখা হয়। অন্যদিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের হওয়ায় জনপ্রিয়তা পেয়েছে হারমিজনের জুতা।

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ১৩: ১১
বিজ্ঞাপন