বছর জুড়ে আমার করা প্রিয় ৫টি ব্লাউজ: আনার কলি খান
শেয়ার করুন
ফলো করুন

প্রথমেই বললেন আনার কলি দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্য বানানো এক এক্সক্লুসিভ ব্লাউজের কথা। নাম দিয়েছেন তিনি এটির নূর-এ-বাঁধন। অভিনেত্রী বাঁধনের স্বাধীনচেতা আর আকর্ষণীয় ব্যক্তিত্ব এর মূল উপজীব্য।

এজন্য নীলচে ধূসর শিয়ার ফেব্রিকের ব্যাকলেস ডিজাইনে আনার কলি দিয়েছেন প্রজাপতির থিমের ডিটেইলিং। নজর কাড়তে কন্ট্রাস্ট ম্যাজেন্টার ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এই চেইন মেইল স্ট্রাকচারের ব্লাউজের নাম লাভ নেস্ট। হৃদয়সংলগ্ন এই ওয়্যারেবল আর্টটি খুব পছন্দের একটি কাজ আনার কলির।

যেকোন ব্লাউজ বা টপের সঙ্গে কম্বিনেশন হিসেবে বৈচিত্র্যময় লুক দেওয়ার চিন্তা থেকে তিনি এটি বানিয়েছেন। পরা যাবে বিভিন্ন ভাবে।

বিজ্ঞাপন

নারী সবসময় ফিনিক্ম পাখির মতো ছাই থেকে বেরিয়ে আসে নতুনভাবে। সে হারেনা। হার মানে না। এই চিরন্তন নারীশক্তির প্রতি ট্রিবিউট হিসেবেই ডিজাইন করা হয়েছে হোয়াইট ফিনিক্স ব্লাউজিটি।

শিয়ার ফেব্রিকের ব্লাউজে একই রঙের ফুলেল এম্ব্রয়ডারি। আর ফিনিক্সের ডানার মতো করেই এর স্লিভস বানানো হয়েছে। কাঁধের খোলা অংশে বোল্ড আমেজ রাখা হয়েছে।

শার্টে একধরনের অন্যরকম পাওয়ার ড্রেসি-এর অনুভব হয়। হালের ক্রেজ বসলেডি লুকের শাড়ি সংস্করণের কথা ভেবেই আনারকলি শার্ট-ব্লাউজটি বানিয়েছেন। বিভিন্ন নিরীক্ষাধর্মী থেকে শুরু করে ক্ল্যাসিক প্লিটস দিয়ে পরা যাবে শাড়ি এর সঙ্গে।

পেছনে ওভাল শেপের কাট আউট রাখা হয়েছে ট্রেন্ডি লুক দিতে। অনেকে পিঠে উল্কি আঁকেন। তাঁদের জন্য এটা একটা বাড়তি আকর্ষণ দিতে পারে।

সিকুইন ট্রেন্ডে ঝলমলে এখন ফ্যাশন দুনিয়া। রঙ্গবতী নামের এই মাল্টিকালার সিকুইন আর ট্যাসেলের ব্লাউজটি উৎসবের গান গায়। যেকোন ধরনের ড্রেপিং চমৎকার মানিয়ে যাবে এই ব্লাউজের সঙ্গে।

ঝলমলে ব্লাউজটির পিঠখোলা রাখা হয়েছে আকর্ষণ বাড়াতে। মানিয়ে যাবে ট্র্যাডিশনাল আর ফিউশনধর্মী- যেকোনো শাড়ির সঙ্গে।

ছবি: আনার কলি খান

ফটোগ্রাফি: লেনজক্র্যাফট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৭: ৪৯
বিজ্ঞাপন