২০২৫ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন আকলিমা আতিকা কনিকা। সেখানে নিজের কম্পোজ করা গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে আকলিমা ট্যালেন্ট রাউন্ডে। চুড়ান্ত পর্যায়ে অর্থাৎ কোয়ার্টার ফাইনালেও গিয়েছেন তিনি। উল্লেখ্য, এই ট্যালেন্টেড মডেলের কিন্তু 'ডোপামিন' নামে একটি ব্যান্ড আছে। তিনি দারুণ গান করেন!
আর বাহ্যিক সৌন্দর্য ছাপিয়েও যোগ্যতা, ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার পূর্ব অভিজ্ঞতা আছে আকলিমার। তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অব এশিয়া ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়েছেন। আকলিমার নিখুঁত উপস্থাপনা ও আত্মবিশ্বাস আন্তর্জাতিক অঙ্গনে কুড়িয়েছে প্রশংসা। এই অভিজ্ঞতা তাঁকে মিস ওয়ার্ল্ড মঞ্চে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে প্রস্তুত করে তুলেছে বলে মনে করেন সবাই।
উল্লেখ্য, বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের প্রভাবশালী উদ্যোক্তা, ন্যাশনাল ডিরেক্টর ও বিখ্যাত মডেল আজরা মাহমুদই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ এর লাইসেন্স পেয়েছেন। আজরার নেতৃত্বে গঠিত আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এ এম টি সি) ইতিমধ্যেই দেশের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের আন্তর্জাতিক মানের প্রস্তুতি দেওয়ার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখানে সৌন্দর্য, নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসের সমন্বয়ে এমন এক প্রজন্ম তৈরি হচ্ছে, যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নতুনভাবে তুলে ধরতে সক্ষম। আর আকলিমা তাঁদের মধ্যে অগ্রগণ্য।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আকলিমা শুধুমাত্র একজন সুন্দরী প্রতিযোগী নন, বরং একজন সচেতন, আত্মপ্রত্যয়ী ও আন্তর্জাতিক মঞ্চে দেশের সঠিক প্রতিচ্ছবি তুলে ধরতে সক্ষম নারী। ইতিমধ্যেই শুরু থেকে এই ১৩ দিনে ১১০টি দেশের প্রতিযোগীদের মাঝে নজর কাড়ছেন আকলিমা বিভিন্নভাবে। ট্যালেন্ট রাউন্ডে উজ্জ্বল পারফরম্যান্স তাঁকে আরো আত্মবিশ্বাসী করেছে ও এগিয়ে নিয়ে গিয়েছে।
এদিকে শুরু হয়ে গিয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব বা হেড টু হেড চ্যালেঞ্জ। আশা করা যায়, আকলিমা তাঁর লক্ষ্যে সফল হবেন। সৌন্দর্য প্রতিযোগিতার দৌড়ে বাংলাদেশের মুকুটে যোগ হবে নতুন পালক, যা আগে কখনো দেখেনি বাংলাদেশ। এ প্রসঙ্গে আকলিমা বলেন, 'এই প্রতিযোগিতা শুধু সৌন্দর্যের নয়-চিন্তা, কণ্ঠস্বর ও নেতৃত্বের শক্তির প্রতিফলন। আমি চেষ্টা করব আমার দেশের ভাবনা ও ভালোবাসাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের মেয়ে হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমার জন্য দোয়া করবেন যেন আমি গর্বের সাথে এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি'।
ছবি ও তথ্য: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- এর ফেসবুক