ফ্লোরটাচ গাউনের সৌন্দর্য আসলে তার ওপর থেকে নেমে যাওয়া ফ্লোয়ের মাঝে। আর মিস ওয়ার্ল্ডের আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আকলিমা আতিকা কনিকার কফি-কোকোর মনমাতানো আমেজে আর্থি টোনের গাউনটি সে দিক দিয়ে একেবারে পারফেক্ট। অত্যন্ত এলিগ্যান্ট আর গ্রেসফুল লাগছে কনিকাকে এই আউটফিটে, বলতেই হয়।
গাউনের ডিজাইনার ফারদিন বায়েজিদের সঙ্গে কথা হচ্ছিল এটির ডিজাইন ডিটেইলস নিয়ে। এই তরুণ ডিজাইনার প্যাজেন্ট জগতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অনেকেরই দারুণ সব পোশাক ডিজাইন করেছেন। এই গাউনটিও অত্যন্ত নজরকাড়া।
ফারদিন বললেন, কোকো-কফির রংকে যেমন তিনি তুলে এনেছেন এখানে, সেই সঙ্গে টপের অংশের এমবেলিশমেন্টে অত্যন্ত সুচারুভাবে বসানো হয়েছে কফি বিন আর শুকনো ফুলের আদলে বিডস, পার্ল আর ফেব্রিক ডিটেইলিং।
এতে একেবারে আর্থি টোন রাখতে চেয়েছেন তিনি, যাতে প্রকৃতিপ্রেম প্রকাশ পায় সরবে। তবে টিপিক্যাল প্রকৃতিকেন্দ্রিক পোশাকে যেমন রাস্টিক কাট ও প্যাটার্ন ব্যবহার করা হয়, তার বদলে হাই ফ্যাশনের দিকটি খেয়াল রাখা হয়েছে এই গাউনে। স্ট্র্যাপলেস ও ব্যাকলেস টপের অংশে ন্যুড অরগাঞ্জা ফেব্রিক ব্যবহার করা হয়েছে সিল্কের ওপরে।
এতে দেখা যাচ্ছে হল্টারনেক ডিজাইন। আর কোমরের একটু ওপরে পার্লের লহর থেকে একেবারে পুরো দৈর্ঘ্যের এই গাউনটি যেন বয়ে নেমে গিয়েছে ফ্লেয়ারের প্রাচুর্য্যে। এখানে স্যাটিনের ওপরে ফাইন কোয়ালিটির কোকোরঙা অরগাঞ্জা ফেব্রিক ব্যবহৃত হয়েছে। আলোর প্রতিফলনে ফ্লেয়ারি ফেব্রিকের লাশ্চার বা দ্যুতি নজর কাড়ছে।
চমৎকার ফিটিংয়ের এই গাউনের সঙ্গে আকলিমা শুধুমাত্র ঝোলানো সাদা বড় পাথরের দুল পরেছেন। হাতে আছে ক্রিম রঙের ক্লাচ। ছিমছাম আপডু করা হেয়ারস্টাইল খুবই মানানসই লাগছে। সব মিলিয়ে কফির সুবাস আর কোকোর ফ্লেভার পাওয়া যাচ্ছে যেন আকলিমার এই লুকে।
ছবি: আকলিমা আতিকা কনিকা