এক সিরিজেই দেখা দিচ্ছেন বলিউডের তিন ডাকসাইটে সুন্দরী। এই সেপ্টেম্বরে রিলিজ পাচ্ছে নেটফ্লিক্স সিরিজ 'ডু ইউ ওয়ানা পার্টনার'। আর এখানে দেখা যাবে ডায়ানা পেন্টি, শ্বেতা তিওয়ারি আর তামান্না ভাটিয়ার নানা স্টাইলিশ লুক। সিরিজটির ট্রেলার লঞ্চিংয়ে আবেদনময় লুকে উপস্থিত হয়েছেন এই তিন ডিভা। চলুন তাঁদের লুকগুলো দেখে নিই এক নজরে।
ছবি: ইন্সটাগ্রাম