আমাজন প্রাইমে সেপ্টেম্বরে আসছে তামান্না ভাটিয়ার নতুন ওটিটি সিরিজ 'ডু ইউ ওয়ানা পার্টনার'। এর ট্রেলার লঞ্চিং করতে গেলেন তিনি এক ম্যাজিকাল পোলকা ডটের লুকে। সাদার মাঝে কালো ডটের ম্যাজিকে তাঁকে অত্যন্ত আকর্ষণীয় লাগছে এই বোল্ড ড্রেসটিতে। মেকওভারও হয়েছে অত্যন্ত নজরকাড়া। চলুন লুকটির আদ্যোপান্ত দেখে নিই।
ছবি: তামান্নার ইন্সটাগ্রাম