তামান্না ভাটিয়ার পোলকা ম্যাজিক
শেয়ার করুন
ফলো করুন

আমাজন প্রাইমে সেপ্টেম্বরে আসছে তামান্না ভাটিয়ার নতুন ওটিটি সিরিজ 'ডু ইউ ওয়ানা পার্টনার'। এর ট্রেলার লঞ্চিং করতে গেলেন তিনি এক ম্যাজিকাল পোলকা ডটের লুকে। সাদার মাঝে কালো ডটের ম্যাজিকে তাঁকে অত্যন্ত আকর্ষণীয় লাগছে এই বোল্ড ড্রেসটিতে। মেকওভারও হয়েছে অত্যন্ত নজরকাড়া। চলুন লুকটির আদ্যোপান্ত দেখে নিই।

১/৭
ফ্লোর টাচ ড্রেসটিতে সাদার মাঝে কালো পোলকা ডট
ফ্লোর টাচ ড্রেসটিতে সাদার মাঝে কালো পোলকা ডট
বিজ্ঞাপন
২/৭
ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে সবার নজর যেন ছিল তামান্না ভাটিয়ার দিকেই
ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে সবার নজর যেন ছিল তামান্না ভাটিয়ার দিকেই
বিজ্ঞাপন
৩/৭
হল্টারনেক ডিপনেক ডিজাইন দেখা যাচ্ছে তাঁর ড্রেসে
হল্টারনেক ডিপনেক ডিজাইন দেখা যাচ্ছে তাঁর ড্রেসে
৪/৭
ব্যাকলেস ড্রেসে বেড়েছে আকর্ষণ
ব্যাকলেস ড্রেসে বেড়েছে আকর্ষণ
৫/৭
তামান্নার চমৎকার ফিগারে খুব মানিয়েছে বডিকন ড্রেসটি
তামান্নার চমৎকার ফিগারে খুব মানিয়েছে বডিকন ড্রেসটি
৬/৭
ল্যাভেন্ডার নেলকালার, গোলাপি ব্লাশ ও লিপকালার নজর কাড়ছে। স্টাইলিশ দুল, আংটি আর ঘড়ি পরেছেন তিনি।
ল্যাভেন্ডার নেলকালার, গোলাপি ব্লাশ ও লিপকালার নজর কাড়ছে। স্টাইলিশ দুল, আংটি আর ঘড়ি পরেছেন তিনি।
৭/৭
লাল-কালো পোলকা ডট ব্যাকগ্রাউন্ডে রীতিমতো ম্যাজিকাল লাগছে তামান্নার এই পোলকা ডটের লুক
লাল-কালো পোলকা ডট ব্যাকগ্রাউন্ডে রীতিমতো ম্যাজিকাল লাগছে তামান্নার এই পোলকা ডটের লুক

ছবি: তামান্নার ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭: ১৭
বিজ্ঞাপন