ডায়ানা পেন্টি বলিউডে পা রেখেই নজর কেড়েছিলেন বেশ। নবাগতা হিসেবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি মিলেছিল ফিল্মফেয়ারে। তিনিই নাকি ছিলেন প্রথম পছন্দ রকস্টার সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে নার্গিস ফাখরির জায়গায়। কিন্তু মডেলিংয়ের বিভিন্ন কন্ট্র্যাক্ট মেনে চলতে গিয়ে আর তা করা হয় নি এই অভিনেত্রীর। চমৎকার ফিগার আর সুন্দর মুখশ্রীর দীর্ঘাঙ্গী ডায়ানা অনেকটা দুই নৌকায় পা দিয়ে কেমন যেন হারিয়ে গেছেন গত এক দশকে। মাঝে কিছু হিন্দি ও তামিল সিনেমা করলেও সেভাবে হিট হয় নি কোনোটি। তবে ডায়ানা প্রথম থেকেই নিজের ফ্যাশন স্টেট্মেন্ট দিয়ে এ জগতে এক আলাদা অবস্থান তৈরি করেছেন নিজের জন্য। প্রায়ই নামকরা সব আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যদূত হন তিনি। দেখা যায় তাঁকে গুরুত্বপূর্ণ ফ্যাশন ইভেন্টগুলোতে। শো স্টপার হয়ে মন মাতান তিনি রানওয়েতে। সম্ভাবনাময়ী এই অভিনেত্রী বলিউড থেকে কিছুটা হারিয়ে যাওয়ায় তাঁর ভক্তরা অবশ্য বেশ আফসোস করেন। এই বলিউড ফ্যাশনিস্তাকে কি আমরা আসলে ভুলেই যাচ্ছি? চলুন ডায়ানার ইন্সটাগ্রাম ঘুরে দেখে আসি তাঁর নজরকাড়া সব লুক।