এই বলিউড ফ্যাশনিস্তাকে কি আমরা ভুলেই যাচ্ছি?
শেয়ার করুন
ফলো করুন

ডায়ানা পেন্টি বলিউডে পা রেখেই নজর কেড়েছিলেন বেশ। নবাগতা হিসেবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি মিলেছিল ফিল্মফেয়ারে। তিনিই নাকি ছিলেন প্রথম পছন্দ রকস্টার সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে নার্গিস ফাখরির জায়গায়। কিন্তু মডেলিংয়ের বিভিন্ন কন্ট্র্যাক্ট মেনে চলতে গিয়ে আর তা করা হয় নি এই অভিনেত্রীর। চমৎকার ফিগার আর সুন্দর মুখশ্রীর দীর্ঘাঙ্গী ডায়ানা অনেকটা দুই নৌকায় পা দিয়ে কেমন যেন হারিয়ে গেছেন গত এক দশকে। মাঝে কিছু হিন্দি ও তামিল সিনেমা করলেও সেভাবে হিট হয় নি কোনোটি। তবে ডায়ানা প্রথম থেকেই নিজের ফ্যাশন স্টেট্মেন্ট দিয়ে এ জগতে এক আলাদা অবস্থান তৈরি করেছেন নিজের জন্য। প্রায়ই নামকরা সব আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যদূত হন তিনি। দেখা যায় তাঁকে গুরুত্বপূর্ণ ফ্যাশন ইভেন্টগুলোতে। শো স্টপার হয়ে মন মাতান তিনি রানওয়েতে। সম্ভাবনাময়ী এই অভিনেত্রী বলিউড থেকে কিছুটা হারিয়ে যাওয়ায় তাঁর ভক্তরা অবশ্য বেশ আফসোস করেন। এই বলিউড ফ্যাশনিস্তাকে কি আমরা আসলে ভুলেই যাচ্ছি? চলুন ডায়ানার ইন্সটাগ্রাম ঘুরে দেখে আসি তাঁর নজরকাড়া সব লুক।

১/১৫
ডিপ সুইট হার্ট নেকলাইনের নুডল স্ট্র্যাপের টপের সঙ্গে প্যাচওয়ার্কের বড় ঘেরের স্কার্ট আর ম্যাচিং শর্ট জ্যাকেট পরেছেন ডায়ানা এখানে
ডিপ সুইট হার্ট নেকলাইনের নুডল স্ট্র্যাপের টপের সঙ্গে প্যাচওয়ার্কের বড় ঘেরের স্কার্ট আর ম্যাচিং শর্ট জ্যাকেট পরেছেন ডায়ানা এখানে
বিজ্ঞাপন
২/১৫
সাবেকি হলিউড আমেজের হেয়ারস্টাইল, লাল লিপকালার আর সাদা-কালো টু টোন আউটফিটে ডায়ানা। নজর কাড়ছে কাঁধের ফুলেল ডিটেইলিং, ওভার সাইজড ক্লাচ আর স্টকিংস
সাবেকি হলিউড আমেজের হেয়ারস্টাইল, লাল লিপকালার আর সাদা-কালো টু টোন আউটফিটে ডায়ানা। নজর কাড়ছে কাঁধের ফুলেল ডিটেইলিং, ওভার সাইজড ক্লাচ আর স্টকিংস
বিজ্ঞাপন
৩/১৫
সবুজ ফিউশন শাড়ির লুকে ডায়ানা। ব্লাউজের নুডল স্ট্র্যাপ অ্যান্ড স্ট্র্যান্ডস ডিটেইলিং দেওয়া ডিজাইন খুবই আকর্ষণীয় দেখাচ্ছে
সবুজ ফিউশন শাড়ির লুকে ডায়ানা। ব্লাউজের নুডল স্ট্র্যাপ অ্যান্ড স্ট্র্যান্ডস ডিটেইলিং দেওয়া ডিজাইন খুবই আকর্ষণীয় দেখাচ্ছে
৪/১৫
চাংকি চেন দিয়ে ব্যাকলেস টপের শোভা বাড়ানো হয়েছে। সঙ্গে কালো প্যান্ট পরেছেন এই অভিনেত্রী
চাংকি চেন দিয়ে ব্যাকলেস টপের শোভা বাড়ানো হয়েছে। সঙ্গে কালো প্যান্ট পরেছেন এই অভিনেত্রী
৫/১৫
স্লিভলেস ক্রপ টপের সঙ্গে লো রাইজ ডিস্ট্রেসড জিনসে আবেদনময়ী ডায়ানা
স্লিভলেস ক্রপ টপের সঙ্গে লো রাইজ ডিস্ট্রেসড জিনসে আবেদনময়ী ডায়ানা
৬/১৫
বডিকন পোশাকে খুবই মানায় এই দীর্ঘাঙ্গী মডেল ও অভিনেত্রীকে
বডিকন পোশাকে খুবই মানায় এই দীর্ঘাঙ্গী মডেল ও অভিনেত্রীকে
৭/১৫
ব্যাকলেস এথনিক লুকে বো ডিটেইলস দেখা যাচ্ছে এখানে
ব্যাকলেস এথনিক লুকে বো ডিটেইলস দেখা যাচ্ছে এখানে
৮/১৫
চেইনমেইল স্টাইলের বাইকার জ্যাকেট আর ফ্লেয়ার জিনসে আবেদন ছড়াচ্ছেন এই বলিউড সুন্দরী
চেইনমেইল স্টাইলের বাইকার জ্যাকেট আর ফ্লেয়ার জিনসে আবেদন ছড়াচ্ছেন এই বলিউড সুন্দরী
৯/১৫
ডায়ানার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি নজর কাড়ার মতো
ডায়ানার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি নজর কাড়ার মতো
১০/১৫
আরমর কোর স্টাইলের ডিপনেক মেটালিক টপের সঙ্গে ডেনিম প্যান্ট পরেছেন তিনি। সঙ্গে আছে দারুণ স্টাইলিশ ব্যাগ আর হিলস
আরমর কোর স্টাইলের ডিপনেক মেটালিক টপের সঙ্গে ডেনিম প্যান্ট পরেছেন তিনি। সঙ্গে আছে দারুণ স্টাইলিশ ব্যাগ আর হিলস
১১/১৫
আকর্ষণীয় ব্রালেট, প্যান্ট আর জ্যাকেটের ফুলেল প্রিন্টের কো অর্ড সেট পরেছেন ডায়ানা এখানে
আকর্ষণীয় ব্রালেট, প্যান্ট আর জ্যাকেটের ফুলেল প্রিন্টের কো অর্ড সেট পরেছেন ডায়ানা এখানে
১২/১৫
ক্রিম রঙা স্টেটমেন্ট ব্লাউজ দিয়ে ফ্রিল শাড়ির অফ হোয়াইট লুকে এলিগ্যান্ট লাগছে ডায়ানাকে
ক্রিম রঙা স্টেটমেন্ট ব্লাউজ দিয়ে ফ্রিল শাড়ির অফ হোয়াইট লুকে এলিগ্যান্ট লাগছে ডায়ানাকে
১৩/১৫
ওয়ান শোল্ডার বডিকন ড্রেসের সঙ্গে নজর কাড়ছে লম্বা বেণির হেয়ারস্টাইল
ওয়ান শোল্ডার বডিকন ড্রেসের সঙ্গে নজর কাড়ছে লম্বা বেণির হেয়ারস্টাইল
১৪/১৫
 আকর্ষণীয় প্যাস্টেল শেডের লেহেঙ্গার লুকে ডায়ানা
আকর্ষণীয় প্যাস্টেল শেডের লেহেঙ্গার লুকে ডায়ানা
১৫/১৫
ফো লেদারের ডিজাইনার আউটফিট পরেছেন এখানে এই অভিনেত্রী
ফো লেদারের ডিজাইনার আউটফিট পরেছেন এখানে এই অভিনেত্রী
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪: ৩৬
বিজ্ঞাপন