অভিনেত্রী আশনা হাবিব ভাবনার ন্যাচারাল সৌন্দর্য ও ফ্যাশন সেন্স, দুই–ই ভক্তদের সব সময় মুগ্ধ করে। এবার শাড়ির লুকে স্নিগ্ধ আমেজে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। এই রোদ, এই বৃষ্টির দিনে এমন শাড়ির সাজ আরাম দেবে, চোখ জুড়াবে। তরুণ ডিজাইনার বিশ্বজিৎ মজুমদারের কালেকশনের এই শাড়িতে সুন্দরী অভিনেত্রীর ছবিগুলো তুলেছেন সুমন রাহাত।
ছবি: ভাবনার ইন্সটাগ্রাম