এখন আবহাওয়াটাই এমন—না গরম আবার না শীত। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাই ত্বকের যত্ন নেওয়াও কিন্তু বেশ জরুরি এই সময়। তাই অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ত্বকসচেতন ব্যক্তিদের জন্য তাঁর রূপরুটিন শেয়ার করেছেন।
আউটডোর শুটিং, ধুলাবালু আর দিনের বেশির ভাগ সময়ই মেকআপের ওপর থাকতে হয় তারকাদের। এদিকে ক্লোজ শট আর হালের নো মেকআপ ট্রেন্ডের বদৌলতে ত্বককে সব সময় রাখতে হয় নিখুঁত। ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখা তাই অনেক সময় কঠিন হয়ে পড়ে তারকাদের জন্য। কিন্তু ভাবনাকে একনজর দেখলেই মনে হয়, ত্বক নিয়ে কোনো ভাবনাই নেই তাঁর। কী নিখুঁত আর সুন্দর, যা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তাঁর সাম্প্রতিক ছবিগুলোতেও প্রকাশ পেয়েছে।
সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী একেবারে ন্যাচারাল লুকে প্রায়ই আসেন অনুরাগীদের সামনে। তাঁর কাছেই জানতে চাওয়া হলো, এই ঋতুতে ত্বকের যত্নে কী কী করেন তিনি। ভাবনা জানান, সদ্য ফোটা গোলাপের মতো ত্বক পেতে হলে যেতে হবে গোলাপের কাছেই। জানান, তাঁর সবচেয়ে প্রিয় সৌন্দর্য-উপকরণ আসলে গোলাপ।
ত্বককে কোমল, নিখুঁত আর হাইড্রেটেড রাখতে গোলাপজলের মিস্ট ব্যবহার করেন অভিনেত্রী সারা দিনই। গোসল ও মুখ ধোয়ার জন্যও তিনি গোলাপজল ব্যবহার করেন। আর রোদে পোড়া ত্বকে স্বস্তি জোগানোর জন্য ব্যবহার করেন টক দই। এই টোটকাগুলোই তাঁর সুন্দর ত্বকের রহস্য।
এ ছাড়া ত্বকের যত্নে ভাবনার পছন্দের তালিকায় আরও দুটি উপাদান রয়েছে। সেগুলো হলো কফি ও মধু। ‘এক্সফোলিয়েশনসহ আরও অনেক উপকারী ভূমিকা রয়েছে কফির,’ বলেন তিনি। ভাবনার কাছেই জানা গেল, শুধু বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েই তিনি ত্বকের যত্ন নেন। কথা প্রসঙ্গে ভাবনা চলে যান তাঁর ছোটবেলায়। জানান, তিন বছর বয়স থেকে নাচ করেন তিনি। তখন থেকেই তাঁকে মেকআপ করতে হয়েছে। টিপস হিসেবে সুস্থ ও সুন্দর ত্বক পেতে দিন শেষে খুব ভালোভাবে মেকআপ তোলার ওপর জোর দিলেন তিনি।
রূপসচেতন অন্য ব্যক্তিদের মতোই সানস্ক্রিনের ব্যাপারে ভাবনা একেবারেই আপসহীন। ঘুম থেকে উঠে ক্লিনজিং ও ময়েশ্চারাইজিংয়ের পরই ত্বকে সানস্ক্রিন ব্যবহার করেন তিনি। ত্বকের নানাবিধ ট্রিটমেন্ট, কোনো ধরনের ফেশিয়াল বা নিয়মিত রূপসদনে গিয়ে বিভিন্ন সেবা নেওয়ার ব্যাপারে একেবারেই অনীহা এই অভিনেত্রীর। প্রাকৃতিক উপাদানেই ভাবনা প্রকৃতি প্রদত্ত সৌন্দর্যে বিশ্বাসী এই আবহাওয়াতেও।