ন্যাচারাল লুকে নানা রূপে ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সৌন্দর্য যেন একটু অন্য রকম। চোখে পড়ার মতো কিউট ফ্যাক্টর থাকে তাঁর ন্যাচারাল লুকে। আবার কখনো-বা মেকআপবিহীন লুকে ভাবনা অত্যন্ত আবেদনময়ী। প্রাকৃতিকভাবেই চমৎকার পেলব ও সুস্থ ত্বকের অধিকারিণী এই অভিনেত্রীকে প্রায়ই আমরা একেবারেই নো মেকআপ লুকে দেখতে পাই। সারল্যভরা মুখশ্রী আর সহজাত সুন্দর হাসিতেই অনন্যা তিনি। এবার ভাবনার ন্যাচারাল লুকের ছবিগুলো দেখে নেওয়া যাক। আর সেগুলো এই সুন্দরী অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে।

বিজ্ঞাপন
১/১১
আশনা হাবিব ভাবনাকে হালকা সাজে অন্যরকম সুন্দর লাগে
আশনা হাবিব ভাবনাকে হালকা সাজে অন্যরকম সুন্দর লাগে
বিজ্ঞাপন
২/১১
শাড়ির লুকেও ভাবনা সাদামাটাভাবে সেজেছেন এখানে
শাড়ির লুকেও ভাবনা সাদামাটাভাবে সেজেছেন এখানে
৩/১১
রোদের কিরণে মিনিমাল মেক ওভারেই অনন্যা ভাবনা
রোদের কিরণে মিনিমাল মেক ওভারেই অনন্যা ভাবনা
৪/১১
একেবারে মেক আপ ছাড়াই তিনি প্রায়ই ছবি পোস্ট করেন ইন্সটাগ্রামে
একেবারে মেক আপ ছাড়াই তিনি প্রায়ই ছবি পোস্ট করেন ইন্সটাগ্রামে
৫/১১
ভাবনার ত্বকের সুস্বাস্থ্য চোখে পড়ার মতো
ভাবনার ত্বকের সুস্বাস্থ্য চোখে পড়ার মতো
৬/১১
বোল্ড ওয়েট লুকে এই অভিনেত্রী নজর কেড়েছেন কাজল ছাড়া কোনো রকম মেক আপ ছাড়াই
বোল্ড ওয়েট লুকে এই অভিনেত্রী নজর কেড়েছেন কাজল ছাড়া কোনো রকম মেক আপ ছাড়াই
৭/১১
নীল স্লিপ ড্রেসে ন্যাচারাল লুকে ভাবনা
নীল স্লিপ ড্রেসে ন্যাচারাল লুকে ভাবনা
৮/১১
সামান্য কাজল আর ন্যুড লিপ কালারের ছোঁয়ায় মোহনীয় হয়ে ওঠেন ভাবনা
সামান্য কাজল আর ন্যুড লিপ কালারের ছোঁয়ায় মোহনীয় হয়ে ওঠেন ভাবনা
৯/১১
চুলেও তাঁকে তেমন কিছুই করতে দেখা যায়না। তবে পছন্দমতো চুল কাটেন তিনি প্রায়ই।
চুলেও তাঁকে তেমন কিছুই করতে দেখা যায়না। তবে পছন্দমতো চুল কাটেন তিনি প্রায়ই।
১০/১১
আদুরের বব কাট হেয়ারস্টাইলে ভিটামিন ডি নেওয়া ভাবনার চেহারায় মেক আপের বালাই নেই।
আদুরের বব কাট হেয়ারস্টাইলে ভিটামিন ডি নেওয়া ভাবনার চেহারায় মেক আপের বালাই নেই।
১১/১১
শীতের সকালে লেপের নীচে সদ্য ঘুম ভাঙা ভাবনার ন্যাচারাল লুক মন কেড়ে নিতে পারে সকলের
শীতের সকালে লেপের নীচে সদ্য ঘুম ভাঙা ভাবনার ন্যাচারাল লুক মন কেড়ে নিতে পারে সকলের
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০২: ০৯
বিজ্ঞাপন