অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সৌন্দর্য যেন একটু অন্য রকম। চোখে পড়ার মতো কিউট ফ্যাক্টর থাকে তাঁর ন্যাচারাল লুকে। আবার কখনো-বা মেকআপবিহীন লুকে ভাবনা অত্যন্ত আবেদনময়ী। প্রাকৃতিকভাবেই চমৎকার পেলব ও সুস্থ ত্বকের অধিকারিণী এই অভিনেত্রীকে প্রায়ই আমরা একেবারেই নো মেকআপ লুকে দেখতে পাই। সারল্যভরা মুখশ্রী আর সহজাত সুন্দর হাসিতেই অনন্যা তিনি। এবার ভাবনার ন্যাচারাল লুকের ছবিগুলো দেখে নেওয়া যাক। আর সেগুলো এই সুন্দরী অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে।