
মিস ইউনিভার্স জিতেছেন হারনাজ সান্ধু ২০২১ সালে। তৃতীয় ভারতীয় হিসেবে এই খেতাব পান তিনি। এরপর এই দীর্ঘাঙ্গী ২৫ বছরের ব্রহ্মাণ্ডসুন্দরী পাঞ্জাবি সিনেমায় হাতেখড়ি নেন। তবে সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে আলোচিত বাঘি সিনেমার চতুর্থ সিকুয়েলে। বাঘি-৪ দিয়ে বলিউডের নতুন ঝড়ে পরিণত হয়েছেন হারনাজ। চলুন তাঁর যত নজরকাড়া লুক দেখে আসি।












ছবি: হারনাজ সান্ধুর ইন্সটাগ্রাম