পশ্চিমবঙ্গের এই সুন্দরী অভিনেত্রীকে অনেকেই চেনেন তাঁর টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। ছোট পর্দায় বেশ জনপ্রিয় তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও পরিচিত মুখ। শুধু অভিনয় নয়, সাজপোশাকের বিষয়েও একচুল ছাড় দেন না এই অভিনেত্রী। মিষ্টি হাসি আর অভিনব ফ্যাশনের মেলবন্ধনে দেবচন্দ্রিমা সিংহ রায় যেন হয়ে উঠেছেন সবার ‘বং ক্রাশ’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবিগুলো দেখলে যে কারোরই চোখ আটকে যাবে। হাল ফ্যাশনের ফ্যাশনিস্তা পাঠকদের জন্য আজ রইল এই বং সুন্দরীর বেশ কিছু লুকের আদ্যোপান্ত।