পরীমনির স্নিগ্ধ বসন্ত
শেয়ার করুন
ফলো করুন

ছাই থেকে ফিনিক্সের মতো উঠে আসার আরেক নাম পরীমনি। জীবনের নানা উত্থানপতন কাটিয়ে যে বারবার ফিরে আসে নতুনভাবে। অভিনেত্রী পরীমনি আবার কাজে ফিরেছেন, সঙ্গে সময় দিচ্ছেন সন্তানকেও। এই সবকিছুর মধ্যেও পরী ‘মি টাইম’ কাটাতে ভোলেন না। নিজেকে ভালোবাসা যে খুব প্রয়োজন, সেটা অভিনেত্রীর ফেসবুকে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যাবে। সম্প্রতি অভিনেত্রী তাঁর শাড়ি পরা মুহূর্তের কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

সত্যি, পরীর দ্যুতি ছড়ানো রূপের প্রশংসা না করে পারা যায় না। অন্যদিকে তিনি যা পরেন, তাতেই অপরূপা। সাজপোশাক আর স্টাইলিংয়ের ব্যাপারে পরীর খেয়াল যেকোনো পরিস্থিতিতেই থাকে শতভাগ। ইদানীং বেশির ভাগ অনুষ্ঠান কিংবা ফটোশুটে তাঁকে দেখা যায় শাড়িতে। তবে সম্প্রতি শেয়ার করা শাড়ির ছবিগুলো সত্যিই মুগ্ধ হওয়ার মতন।

বিজ্ঞাপন

সবুজে ঘেরা অরণ্যে, বসন্তের এক বিকেলে পরীমনি ধরা দিয়েছেন ক্যামেরায়। পরেছেন ইলেকট্রিক ব্লু রঙের খুব সুন্দর একটি কাতান।

শাড়ির চওড়া পাড় আর জমিনে নিখুঁতভাবে ফুটে উঠেছে ফ্লোরাল নকশা। বসন্ত দিনে এমন একটা শাড়িই যেন ফ্যাশনিস্তাদের চাওয়া। অভিনেত্রী এই শাড়ির সঙ্গে একই রঙের কনুইহাতা ব্লাউজ বেছে নিয়েছেন। গলায় আর কানে পরেছেন শাড়ির সঙ্গে মিলিয়ে পাথর ও মুক্তার নেকপিস, দুল।

বিজ্ঞাপন

তাঁর সিম্পল সাজে ধরা পরেছে অপরূপ স্নিগ্ধতা। চোখে টানা করে দেওয়া আইলাইনার, ঠোঁটে ন্যুড পিংক লিপস্টিক, কপালে ছোট্ট ম্যাচিং টিপ আর মাঝসিঁথি করে খোঁপায় দিয়েছেন ফুলের মালা।

সবশেষে অনুষঙ্গ হিসেবে তিনি হাতে পরেছেন ঘড়ি আর পায়ে স্টাইলিশ সাদা হিল। বসন্তের এই সময় স্নিগ্ধতায় রাঙিয়ে তুলতে আর নিজেকে একটু সময় দিতে প্রিয় অভিনেত্রীর মতন সেজে ওঠাই যায়।

ছবি: পরীমনির ফেসবুক থেকে

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০২: ৫৪
বিজ্ঞাপন