বিয়ে যেমন দুজন ভালোবাসার মানুষের কাছে খুব বেশি আকাঙ্ক্ষা আর প্রতীক্ষার বিষয়, তেমনি প্রথম বিবাহবার্ষিকীও কিন্তু কিছু কম নয়। অথচ দেশের অভিনয় জগতের জনপ্রিয় দুই রিল লাইফ ও রিয়েল লাইফ জুটি মুমতাহিনা টয়া আর সৈয়দ জামান শাওনকে এই দিনের জন্য অপেক্ষা করতে হয়েছে চার-চারটি বছর। না না, লং ডিসট্যান্স সম্পর্ক নয়, একসঙ্গেই আছেন এই বন্ধুত্বে ভরপুর মিষ্টি জুটি দম্পতি হয়ে। তবে বিয়ের তারিখ ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি হওয়াতেই এই ব্যাপার। চার বছর পর লিপ ইয়ার এসেছে ফিরে। আর আজ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নিজেদের প্রথম বিবাহবার্ষিকীর প্রেমময় উদ্যাপনের কিছু ছবি ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে এই তারকা দম্পতি। টয়া–শাওনের বহুল প্রতীক্ষিত মায়াময় মুহূর্তগুলো নিপুণ হাতে ক্যামেরাবন্দী করেছেন ছায়াছবির মেহেদী হাসান রাফি। বিয়ের দিনের মতোই সাদা পোশাক বেছে বিয়েছেন এই জনপ্রিয় তারকা দম্পতি। চার বছর পর তাঁদের প্রথম বিবাহবার্ষিকীর ছবিগুলো দেখে নেওয়া যাক এবার।