যে দিনের জন্য টয়া-শাওন ৪ বছর অপেক্ষা করেছেন
শেয়ার করুন
ফলো করুন

বিয়ে যেমন দুজন ভালোবাসার মানুষের কাছে খুব বেশি আকাঙ্ক্ষা আর প্রতীক্ষার বিষয়, তেমনি প্রথম বিবাহবার্ষিকীও কিন্তু কিছু কম নয়। অথচ দেশের অভিনয় জগতের জনপ্রিয় দুই রিল লাইফ ও রিয়েল লাইফ জুটি মুমতাহিনা টয়া আর সৈয়দ জামান শাওনকে এই দিনের জন্য অপেক্ষা করতে হয়েছে চার-চারটি বছর। না না, লং ডিসট্যান্স সম্পর্ক নয়, একসঙ্গেই আছেন এই বন্ধুত্বে ভরপুর মিষ্টি জুটি দম্পতি হয়ে। তবে বিয়ের তারিখ ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি হওয়াতেই এই ব্যাপার। চার বছর পর লিপ ইয়ার এসেছে ফিরে। আর আজ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নিজেদের প্রথম বিবাহবার্ষিকীর প্রেমময় উদ্‌যাপনের কিছু ছবি ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে এই তারকা দম্পতি। টয়া–শাওনের বহুল প্রতীক্ষিত মায়াময় মুহূর্তগুলো নিপুণ হাতে ক্যামেরাবন্দী করেছেন ছায়াছবির মেহেদী হাসান রাফি। বিয়ের দিনের মতোই সাদা পোশাক বেছে বিয়েছেন এই জনপ্রিয় তারকা দম্পতি। চার বছর পর তাঁদের প্রথম বিবাহবার্ষিকীর ছবিগুলো দেখে নেওয়া যাক এবার।

১/৭
মুমতাহিনা টয়া আর সৈয়দ জামান শাওন ঠিক চার বছর আগে এইদিনে, ২৯ ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালও ছিল লিপইয়ার।
মুমতাহিনা টয়া আর সৈয়দ জামান শাওন ঠিক চার বছর আগে এইদিনে, ২৯ ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালও ছিল লিপইয়ার।
বিজ্ঞাপন
২/৭
সেদিনও সাদা পরেছিলেন বর-কনে দুইজনই। আজ অবশ্য সোনালি পাড়ের সাদা শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট লাল ব্লাউজ বেছে নিয়েছেন টয়া
সেদিনও সাদা পরেছিলেন বর-কনে দুইজনই। আজ অবশ্য সোনালি পাড়ের সাদা শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট লাল ব্লাউজ বেছে নিয়েছেন টয়া
বিজ্ঞাপন
৩/৭
ঠোঁটে হালকা লাল লিপ কালার আর কপালে ছোট লাল টিপে মোহময়ী টয়া। স্বামী শাওনের সঙ্গে রসায়নটা একটু বেশিই জমে এই সুন্দরী অভিনেত্রীর।
ঠোঁটে হালকা লাল লিপ কালার আর কপালে ছোট লাল টিপে মোহময়ী টয়া। স্বামী শাওনের সঙ্গে রসায়নটা একটু বেশিই জমে এই সুন্দরী অভিনেত্রীর।
৪/৭
লম্বা ঝুলের সোনালি কয়েক স্তরের দুল নজর কাড়ছে। সঙ্গে টয়া পরেছেন স্লিপার।
লম্বা ঝুলের সোনালি কয়েক স্তরের দুল নজর কাড়ছে। সঙ্গে টয়া পরেছেন স্লিপার।
৫/৭
শাওনের বুকে হালকা কাজের আরামদায়ক সুতির সাদা পাজামা পাঞ্জাবিতে তাঁকে খুবই মানিয়েছে
শাওনের বুকে হালকা কাজের আরামদায়ক সুতির সাদা পাজামা পাঞ্জাবিতে তাঁকে খুবই মানিয়েছে
৬/৭
প্রেম আর বন্ধুত্ব দুটিই যখন থাকে কোনো দাম্পত্য সম্পর্কে, তখন মনে হয় এমনই লাগে সেই যুগলকে দেখতে। চার বছর পর টয়া-শাওনের প্রথম বিবাহবার্ষিকীর আনন্দময় মুহূর্তগুলো থাকুক ছবিতে আর হৃদমাঝারেও।
প্রেম আর বন্ধুত্ব দুটিই যখন থাকে কোনো দাম্পত্য সম্পর্কে, তখন মনে হয় এমনই লাগে সেই যুগলকে দেখতে। চার বছর পর টয়া-শাওনের প্রথম বিবাহবার্ষিকীর আনন্দময় মুহূর্তগুলো থাকুক ছবিতে আর হৃদমাঝারেও।
৭/৭
তারকাদের সম্পর্কের টানাপোড়েনের নানা গল্পের মাঝে টয়া আর শাওন একে অপরের সুযোগ্য সাথী হয়ে, একে অন্যের হাত ধরে পার করলেন চারটি বছর। এই লিপইয়ার কাপলের জন্য রইল অনেক শুভকামনা
তারকাদের সম্পর্কের টানাপোড়েনের নানা গল্পের মাঝে টয়া আর শাওন একে অপরের সুযোগ্য সাথী হয়ে, একে অন্যের হাত ধরে পার করলেন চারটি বছর। এই লিপইয়ার কাপলের জন্য রইল অনেক শুভকামনা
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৫৪
বিজ্ঞাপন