স্নিগ্ধ সাজে পূজা চেরী, সাফা কবির ও নুসরাত ফারিয়া
শেয়ার করুন
ফলো করুন

কখনও রূপে চোখ ধাঁধান, আবার কখনওবা মন জুড়ান আমাদের প্রিয় তারকারা। আর দ্বিতীয়টিই ঘটেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী, সাফা কবির আর নুসরাত ফারিয়ার সাম্প্রতিক লুকের ক্ষেত্রে। হালকা সাজ আর চোখে আরামদায়ক রঙের পোশাকে এই তিন সুন্দরীর থেকে নজর ফেরানো দায়। যার যার ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল এই তিন অভিনেত্রী সবসময়ই তাঁদের নানা লুকে মুগ্ধ করেন ভক্ত ও অনুরাগীদেরকে। তবে এই সাজপোশাকগুলোতে যেন স্নিগ্ধতার অনুভবই বেশি। ছবিগুলো তাঁদের ইন্সটাগ্রাম ও ফেসবুক থেকে নেওয়া।

১/৯
ম্যাচিং বোটনেক স্লিভলেস ব্লাউজ আর সোনালি কাজের সাদা শাড়িতে মোহনীয় সাফা
ম্যাচিং বোটনেক স্লিভলেস ব্লাউজ আর সোনালি কাজের সাদা শাড়িতে মোহনীয় সাফা
বিজ্ঞাপন
২/৯
কানে ঝোলানো বড় দুল আর হাতে কয়েক গাছি চুড়ি। চুল খুলে রেখেছেন সাফা
কানে ঝোলানো বড় দুল আর হাতে কয়েক গাছি চুড়ি। চুল খুলে রেখেছেন সাফা
বিজ্ঞাপন
৩/৯
হালকা মেকওভার আর সাদা-সোনালি পোশাকে স্নিগ্ধতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী
হালকা মেকওভার আর সাদা-সোনালি পোশাকে স্নিগ্ধতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী
৪/৯
নুসরাত ফারিয়ার সুন্দর মুখশ্রী আর হাসিটাই চোখে পড়ে আগে। সেই সঙ্গে তাঁর এক ঢাল খোলা চুল
নুসরাত ফারিয়ার সুন্দর মুখশ্রী আর হাসিটাই চোখে পড়ে আগে। সেই সঙ্গে তাঁর এক ঢাল খোলা চুল
৫/৯
কানে মুক্তার স্টাড ছাড়া আর কোনো গয়না পরেননি এই সুন্দরী অভিনেত্রী। হালকা গোলাপি শাড়ি আর ম্যাচিং পুরো হাতার বোট নেক ব্লাউজে আভিজাত্য আর স্নিগ্ধতার প্রকাশ স্পষ্ট
কানে মুক্তার স্টাড ছাড়া আর কোনো গয়না পরেননি এই সুন্দরী অভিনেত্রী। হালকা গোলাপি শাড়ি আর ম্যাচিং পুরো হাতার বোট নেক ব্লাউজে আভিজাত্য আর স্নিগ্ধতার প্রকাশ স্পষ্ট
৬/৯
হালকা গোলাপি লিপস্টিক আর কাজলে সাজ সেরেছেন নুসরাত ফারিয়া এই লুকে
হালকা গোলাপি লিপস্টিক আর কাজলে সাজ সেরেছেন নুসরাত ফারিয়া এই লুকে
৭/৯
সিগনেচার লুক বাই সামিয়ার মেক ওভারে পূজা চেরীকে অন্যরকম সুন্দর লাগছে।  চোখের সাজে নাটকীয়তা রাখা হয়েছে, আর পুরো লুকে মিনিমালিজম।
সিগনেচার লুক বাই সামিয়ার মেক ওভারে পূজা চেরীকে অন্যরকম সুন্দর লাগছে। চোখের সাজে নাটকীয়তা রাখা হয়েছে, আর পুরো লুকে মিনিমালিজম।
৮/৯
মুক্তার দুই লহরের চোকার আর এক মুক্তার স্টাড পরেছেন পূজা। সামান্য পাফ করা ভিনটেজ আমেজের চুলের স্টাইলটিও খুবই মানানসই
মুক্তার দুই লহরের চোকার আর এক মুক্তার স্টাড পরেছেন পূজা। সামান্য পাফ করা ভিনটেজ আমেজের চুলের স্টাইলটিও খুবই মানানসই
৯/৯
মুক্তার কাজ করা স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে ম্যাচিং কারুকার্যময় সাদা শাড়িতে মন জুড়াচ্ছেন পূজা চেরী
মুক্তার কাজ করা স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে ম্যাচিং কারুকার্যময় সাদা শাড়িতে মন জুড়াচ্ছেন পূজা চেরী
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৪: ১৯
বিজ্ঞাপন