কখনও রূপে চোখ ধাঁধান, আবার কখনওবা মন জুড়ান আমাদের প্রিয় তারকারা। আর দ্বিতীয়টিই ঘটেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী, সাফা কবির আর নুসরাত ফারিয়ার সাম্প্রতিক লুকের ক্ষেত্রে। হালকা সাজ আর চোখে আরামদায়ক রঙের পোশাকে এই তিন সুন্দরীর থেকে নজর ফেরানো দায়। যার যার ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল এই তিন অভিনেত্রী সবসময়ই তাঁদের নানা লুকে মুগ্ধ করেন ভক্ত ও অনুরাগীদেরকে। তবে এই সাজপোশাকগুলোতে যেন স্নিগ্ধতার অনুভবই বেশি। ছবিগুলো তাঁদের ইন্সটাগ্রাম ও ফেসবুক থেকে নেওয়া।