বালমেইনের পোলকা ডট সাদা-কালো আউটফিটটিতে রেট্রো ভাব থাকলেও একেবারে ক্ল্যাসিক আর কালোত্তীর্ণ বলা চলে লুকটিকে। বরং সুপারফাইন টেইলরিং স্টাইল থিমের প্রতি বিশ্বস্ত থেকেছেন এবারের মেট গালা লুকে পিগি চপস। হলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে ভালোবেসে এ নামেই ডাকেন সবাই। বালমেইনের টু-পিস অনসম্বলটি যেন গ্লাভসের মতো ফিট করে গিয়েছে তাঁর অপূর্ব সুন্দর ফিগারের প্রতিটি খাঁজে। আর এখানেই সুপার ফাইন টেইলরিং থিমটি সার্থকতা পেয়েছে। ৬০-৭০ দশকের কৃষ্ণাঙ্গ পুরুষেরা এমন স্টাইলেই ফ্যাশন দুনিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে গিয়েছেন, যা এবারের মেট গালা থিমে উদযাপন করা হচ্ছে। তবে প্রিয়াঙ্কার আউটফিটটি একেবারেই ফেমিনিন। বাটন দেওয়া স্ট্রেট ফিটিং সিলোয়েট তাঁর বডি হাগিং ড্রেসে দিয়েছে আকর্ষণীয় লুক। ব্লেজারের কোমরে রুশিং করা। তা থেকে নেমে গিয়েছে ক্রিস্প ছোট ট্রেইল, যাতে স্ট্রাকচার্ড প্যাটার্ন থাকায় শেপ ধরে রেখেছে নিজেই। বিশাল পান্না বসানো বুলগারি নেকপিসটি অবশ্য মিনিমাল ডিজাইনের স্যুটের লুকে একেবারে ফুটে রয়েছে। কালো গ্লাভস আর বড় কালো হ্যাটটিও নজরকাড়া। আর রেড কার্পেটে নিজের প্রিয়তম স্বামী ও বিখ্যাত গায়ক নিক জোনাসকে নিয়েই হেঁটেছেন প্রিয়াঙ্কা। তিনি পরেছেন সাদা দারুণ ফিটিংয়ের শার্ট আর ফিটেড কালো প্যান্ট।
ছবি: ইন্সটাগ্রাম