বলিউডের বাদশা শাহরুখ খান ইতিহাস সৃষ্টি করলেন মেট গালা ২০২৫-এ তাঁর রাজকীয় উপস্থিতির মাধ্যমে। এই প্রথমবার কোনও ভারতীয় পুরুষ হিসেবে শাহরুখ হাঁটলেন নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের বিখ্যাত লাল গালিচায়, এবং তাঁর লুক দেখে চমকে উঠেছে গোটা বিশ্ব।তবে শুধু শাহরুখ খানই নন, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরেকটি নাম— নর্ডস্ট্রম। কিন্তু কেন?
একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে শাহরুখের ডিজাইনার জানান, বাদশাহর পরনে ছিল তাসমানিয়ান সুপারফাইন উলের তৈরি একটি মেঝে পর্যন্ত লম্বা কোট, যার বোতাম ছিল জাপানি হর্ন দিয়ে বানানো আর মনোগ্রামযুক্ত। এই কোটের সঙ্গে ছিল ক্রেপ দ্য চিন সিল্ক শার্ট, সুপারফাইন উলের ট্রাউজার এবং স্যাটিন কোমরবন্ধ। পুরো লুকটি পূর্ণতা পায় ১৮ ক্যারেট সোনায় তৈরি বেঙ্গল টাইগার হেড ক্যানে, যাতে আছে ট্যুরমালিন, স্যাফায়ার, ওল্ড মাইন কাট ও ব্রিলিয়েন্ট কাট ডায়মন্ড।
যখন থেকেই শাহরুখের লুক অনলাইনে ছড়িয়ে পড়ে, নেটিজেনরা নজর দেন তাঁর পায়ের জুতোর দিকে। জানা যায়, তাঁর এই লুকের জন্য ব্যবহৃত জুতোটি কিনা বিখ্যাত মার্কিন ফ্যাশন রিটেল ব্র্যান্ড নর্ডস্ট্রম থেকে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ #SRKxNordstrom হঠাৎ করেই ট্রেন্ডিং হতে শুরু করে। মূলত একটি সময় জুতোর দোকান হিসেবে শুরু হওয়া নর্ডস্ট্রম আজ আমেরিকার অন্যতম বড় ফ্যাশন ব্র্যান্ড। ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান।
লাল গালিচায় এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “আমার জন্য যে পোশাকটি ডিজাইন করা হয়েছে, সেটি আরামদায়ক। আমার মতে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তাঁকে বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার ভিডিও এখন ভাইরাল।
শুধু মেট গালার ইতিহাসেই নয়, ভারতের ফ্যাশন ইতিহাসেও এই দিনটি স্মরণীয় হয়ে থাকল। আর সেই সঙ্গে, শাহরুখ খানের এক চোখধাঁধানো লুকের সঙ্গে আলোচনায় উঠে এলো শতবর্ষের পুরনো আমেরিকান ব্র্যান্ড নর্ডস্ট্রম।
ছবি: ইন্সটাগ্রাম