যে অনুষ্ঠানের টিকেটের দাম ৯০ লাখ টাকা
শেয়ার করুন
ফলো করুন

নিউইয়র্কের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের তহবিল সংগ্রহের জন্য প্রতিবারের মতো এবারও আয়োজন করা হচ্ছে মেট গালা। বিশ্ব ফ্যাশনের সর্বাধিক আলোচিত-সমালোচিত আর সবচেয়ে বড় এই আয়োজন শুরু হতে আর মাত্র একদিন বাকি। অফিসিয়ালি ৫মে হতে যাচ্ছে মেট গালা। আর অনুষ্ঠানটির টিকেটের দামও তেমন। ইনভাইট অনলি এই টিকেট বিক্রি হয়েছে রেকর্ডছোঁয়া ৭৫ হাজার ডলারে, যা নব্বই লাখ টাকার সমান! আমাদের দেশে আগামীকাল দিবাগত রাত ২টা বেজে ত্রিশ মিনিটে লাইভ স্ট্রিমে দেখা যাবে এই তারকাখচিত ও বর্ণাঢ্য অনুষ্ঠান। এ বছর মেট গালার টিকেটের মূল্য কিন্তু তুমুল আলোচনায়। অল্প কয়েকশ বাছাই করা অতিথি অংশ নিচ্ছেন এখানে। মেট গালায় দশজনের টেবিল বুকিং দিতে তাঁদের গুণতে হয়েছে সাড়ে তিন লাখ ডলার। আর প্রতিটি টিকেটের দাম শুনে তো চোখ কপালে উঠছে সবার। এক দশকে প্রায় তিন গুণ বাড়ল এই মেট গালার টিকেটের দাম। এই বর্ণাঢ্য বার্ষিক ফ্যাশন ইভেন্টটি আসলে ফান্ড রেইজিং বা তহবিল সংগ্রহের জন্যই করা হয়। সেদিক থেকে ইতিহাসে এবারই সর্বোচ্চ অর্থ জমা পড়বে মেট গালায়, যা ফ্যাশন শিক্ষা, গবেষণা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ফ্যাশন ঐতিহ্য সংরক্ষণের মতো মহৎ কাজে ব্যবহার করা হয় দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের তরফ থেকে।

মেট গালা ২০২৪- এ এমন করেই সাজানো হয়েছিল রেড কার্পেট এরিয়া
মেট গালা ২০২৪- এ এমন করেই সাজানো হয়েছিল রেড কার্পেট এরিয়া

প্রতি বছর একটি নির্দিষ্ট থিম অনুসারে করা হয়ে থাকে মেট গালার আয়োজন। ২০২৫ সালের থিম হিসেবে থাকছে ‘সুপারফাইন টেইলরিং ব্ল্যাক স্টাইল’। এবার কৃষ্ণাঙ্গদের সংস্কৃতি, পোশাক ও ড্যান্ডি স্টাইলকে দেওয়া হবে প্রাধান্য। মনিকা এল. মিলারের বই ‘স্লেইভস টু ফ্যাশন’ প্রাণিত এই প্রদর্শনীতে থাকবে পোশাক, চিত্রকর্ম, স্থিরচিত্র সহ আরও অনেক কিছু।

বিজ্ঞাপন

এই আয়োজনের সহ সভাপতি হিসেবে থাকছেন কলম্যান ডোমিঙ্গো, লুইস হ্যামিল্টন, এএসএপি রকি, ফ্যারেল উইলিয়ামস ও আনা উইনটুর। অনারারি চেয়ার হিসেবে আছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। অতিথি তালিকা আরও চমকপ্রদ। হোস্ট কমিটিতে থাকছেন আন্দ্রে থ্রি থাউসেন্ড (André 3000), চিমামান্দা আদিচি, জর্ডান ক্যাস্তিল, ড্যাপার ড্যান, দোচি, আইও এডেব্রি, জেরেমি ও হ্যারিস, জেরেমি পোপ, টাইলা, স্পাইক লি সহ আরও অনেক তারকা।

মেট গালা ২০২৪-এর চোখ জুড়ানো ভেন্যু
মেট গালা ২০২৪-এর চোখ জুড়ানো ভেন্যু

নির্দিষ্ট থিমের পাশাপাশি প্রতিবারের মতো এবারও থাকবে নির্ধারিত ড্রেস কোড। এবারের ড্রেসকোড, ‘টেইলরড ফর ইউ’। এটি মূলত পুরুষদের পোশাক ও স্যুটেড স্টাইলকে সম্মান জানিয়ে করা হয়েছে। মেট গালার মূল আয়োজনের মধ্যে থাকছে রেড কার্পেট, ককটেল, প্রদর্শনী পরিদর্শন ও বিখ্যাত শেফ কেওয়ামি অনওয়াচির পরিকল্পনায় রাজকীয় নৈশভোজের ব্যবস্থা। মেট গালার এই অনুষ্ঠানটির রেড কার্পেট শুরু হবে বাংলাদেশি সময় ভোর চারটায়। বিখ্যাত ফ্যাশন সাময়িকী ভোগের নিজস্ব প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে আয়োজনটি।

ছবি: মেট গালা অফিসিয়াল ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩: ৩০
বিজ্ঞাপন