ওটিটি প্ল্যাটফর্ম মাতিয়ে রাখা দক্ষ অভিনেতা সোহেল মন্ডলের সঙ্গে ঈদ উপলক্ষে হয়েছে আলাপচারিতা। ছোটবেলার ঈদের স্মৃতিচারণ দিয়েই শুরু করলেন তিনি। বাবা আর বাড়ির সবার সঙ্গে হাটে যেতেন খুব উৎসাহ নিয়ে। গরু-ছাগল কিনে হইহুল্লোড় করতে করতে বাড়ি ফিরতেন। বললেন, ‘আগে গ্রামে প্রচলন ছিল ঈদের কয়েক দিন আগেই গরু বাড়িতে আনার। গরুর দেখাশোনা করা ও খাওয়ানো এসব খুব উৎসাহ নিয়ে করতাম।’ স্মৃতির পাতা থেকে বলছিলেন সোহেল।
ঈদের দিন খুব সকালে ঘুম থেকে ওঠা হতো। ঈদের নামাজ শেষেই সবাই কোরবানির জন্য প্রস্তুতি নিত। কিছু মন খারাপ করেই সোহেল জানালেন, এখন অভিনয় আর শুটিংয়ের ব্যস্ততা—সবকিছু মিলিয়ে আর এসব করা হয়ে ওঠে না। এখন দেখা যায়, ঈদের আগের দিন বাড়িতে পৌঁছে দেখেন ততক্ষণে গরু কেনা হয়ে গেছে। সকালে উঠে সবার সঙ্গে আয়োজন করে আগের মতো কোরবানি করা, সেই ছেলেবেলার মতো আর হয় না, বললেন সোহেল।
আমরা যত বড় হতে থাকি, বয়সের সঙ্গে সঙ্গে ছেলেবেলার আনন্দগুলো ফিকে হতে থাকে—এবার সোহেলের কণ্ঠে শোনা গেল বিষাদের সুর। এখন আর ঈদ নিয়ে খুব একটা মাতামাতি করা হয় না। তবে পরিবারের প্রতি দায়িত্ববোধ তো থাকেই।
সোহেল বললেন, ‘আগে মা-বাবা কোরবানি দিতেন। এখন আমি তাতে অংশ নিই, যা খুবই আনন্দের।’ সোহেল জানালেন, গরুর মাংস তাঁর খুব পছন্দ। প্রিয় পদ ভুনা মাংস। কাবাব খেতেও ভালো লাগে সোহেলের। আর পছন্দ বেশ কয়েক দিন জ্বাল দিয়ে ভুনা ভুনা হয়ে যাওয়া মাংস। সকাল বেলা চালের রুটি দিয়ে গরুর মাংস ভুনাও দারুণ লাগে তাঁর। এবারের ঈদে বেশ কিছু কাজ আসছে তাঁর।
কোরবানির ঈদ উপলক্ষে সবার উদ্দেশে সোহেল মন্ডল দিলেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। গরম পড়েছে খুব। তাই খাবারের ব্যাপারে সচেতন থাকা উচিত বলে সোহেল মন্তব্য করলেন।
পরিবার-পরিজন নিয়ে সবাই একসঙ্গে ঈদ করবে সেটাই ঈদের মূলমন্ত্র, বললেন সোহেল। এবার ঈদে বিভিন্ন প্ল্যাটফর্মে বৈচিত্র্যময় কাজ নিয়ে এসেছেন সোহেল মন্ডল। সবাইকে সেগুলো দেখার আমন্ত্রণ জানালেন তিনি, আর সেই সঙ্গে ঈদের শুভেচ্ছাও জানান তিনি।
ছবি: সোহেল মন্ডলের সৌজন্যে