বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত ডিজাইনার লেবেল সাফিয়া সাথী। মূলত লাক্সারি বিয়ের পোশাক তৈরি করে বেশ সুনাম কুড়িয়েছে এই ব্র্যান্ড। এ ছাড়া ব্র্যান্ডটি বিভিন্ন উৎসব উপলক্ষে নিয়ে আসে বিশেষ কালেকশন, যাতে থাকে নানা ধরনের পার্টিওয়্যার। এবার ঈদেও তারা হাজির হয়েছে আভিজাত্যময় ঈদুল আজহা কালেকশন নিয়ে।
ডিজাইনার সাফিয়া সাথী সব সময় প্রকৃতি ও এর রং থেকেই অনুপ্রেরণা নিয়ে তাঁর বিশেষ সংগ্রহগুলো সাজিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন সংগ্রহে আছে প্রকৃতির ফুলেল ছোঁয়া।
নতুন এই কালেকশনে আছে নজরকাড়া সব ঐতিহ্যবাহী পোশাক। এতে রয়েছে আনারকলি, আংরাখা, কামিজ, সারারা, সালোয়ার, শাড়ি। এ ছাড়া আছে প্রিন্টেড ও এক রঙের কো-অর্ড সেট।
উৎসব ও আবহাওয়ার কথা মাথায় রেখে এই সংগ্রহের জন্য ফেব্রিক বাছাই করেছেন সাফিয়া সাথী। পোশাক তৈরিতে ব্যবহার করেছেন সিল্ক, মসলিন, শিফন, জর্জেটের মতো হালকা ওজনের আরামদায়ক ফেব্রিক।
বেশির ভাগ পোশাকেই পুঁতি চুমকি ও জরি সুতা দিয়ে এই মোটিফ ফুটিয়ে তুলতে হাতে এমব্রয়ডারি, ঐতিহ্যবাহী জারদোজি ও কারচুপির কাজ করা হয়েছে। এবার এমবেলিশমেন্টে পুঁতি, চুমকির পাশাপাশি প্রাধান্য পেয়েছে কাঁচ।
হিরো ইমেজ: সাফিয়া সাথী