আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২৩-এ প্রচলিত ঘরানার বাইরে নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান
শেয়ার করুন
ফলো করুন

সাম্প্রতিক বিশ্বে নারী উদ্যোক্তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা ও বাধা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সম্প্রতি পালিত হলো আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। এ উপলক্ষে ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার রুফটপ অডিটরিয়ামে বিকেল চারটায় নারী উদ্যোক্তারা একত্র হন। নেটওয়ার্কিং, আড্ডা, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা এবং নানা রকম খাবারের স্বাদ নিয়ে তাঁরা হেসেখেলে দিবসটি উদ্‌যাপন করেন।

পাশাপাশি নারী উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন মজার মজার গেমস এবং প্রতিযোগিতার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে। পাঁচটি ক্যাটাগরিতে সেরা পাঁচজনকে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। আজিনা’স ক্লজেটের উদ্যোক্তা শাহীদা আমিন সীমা পুরস্কৃত হন, সেলফি এন্ট্রপ্রেনিউর অব ডব্লিউইডি ’২৩ হিসেবে। শৈলির উদ্যোক্তা তাহমিনা শৈলি পেয়েছেন অনফিডেন্ট এন্ট্রাপ্রেনিউর অব ডব্লিউইডি ’২৩ পুরস্কার।যথাক্রমে রয়েছেন লতিফা শিকদার বৃষ্টি (ফ্রেন্ডলি এন্ট্রাপ্রেনিউর অব ডব্লিউইডি২৩), নুয়েরীর ক্রিয়েটিভ ডিরেক্টর ও ডিজাইনার নুজহাত শৌম (স্মাইলি এন্ট্রাপ্রেনিউর অব ডব্লিউইডি ’২৩) ও ক্লাসিমার্টের উদ্যোক্তা মাহিনুর মুমু (সাপোর্টিভ এন্ট্রাপ্রেনিউর অব ডব্লিউইডি ’২৩)।

ফ্রেন্ডলি এন্ট্রাপ্রেনিউর লতিফা শিকদার বৃষ্টি জানান তাঁর অভিজ্ঞতার কথা। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন তিনি। টেকনোলজিক্যাল জ্ঞান দিয়ে উদ্যোক্তাদের সমস্যা সমাধান করাই তাঁর উদ্দেশ্য। তিনি বলেন, ‘ইভেন্টে সবার অ্যাকটিভিটি পর্যবেক্ষণের মাধ্যমে আমাকে ফ্রেন্ডলি এন্ট্রাপ্রেনিউরের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। কারণ, সবাই আমার আগ্রহের বিষয়টা দেখেছে। আর এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লেগেছে। এন্ট্রাপ্রেনিউরশিপের যে এতটা বৈচিত্র্যময়, এটা আমার আগে জানা ছিল না।’

বিজ্ঞাপন

লেদার, জুট, সিল্কের মতো পণ্য নিয়ে ১৮ বছর ধরে কাজ করেন উদ্যোক্তা তানিয়া ওয়াহাব। উদ্যোগের নাম ‘ট্যান’। এ ছাড়া করপোরেট গিফট আইটেম নিয়েও কাজ করেন তিনি। আর দেশীয় ফ্যাশন হাউসগুলোতে সাপ্লাই দিয়ে থাকেন।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসের এই উদ্‌যাপন নিয়ে তিনি বলেন, প্রতিবছর চাকরি খুঁজব না চাকরি দেবর উদ্যোগে এই অনুষ্ঠান হয়। উদ্যোক্তা হতে হলে সবার আগে জরুরি নেটওয়ার্কিং। নিজেদের মধ্যে যে ভাব বিনিময়, কমিউনিকেশন তৈরি করার মতো সুন্দর বিষয়গুলো, সেগুলো এই উদ্‌যাপনে হওয়ার মতো সুযোগ রয়েছে। ‘যাঁরা উদ্যোক্তা হতে চান বা নতুন উদ্যোক্তা, তাঁদের জন্য নেটওয়ার্ক বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যিনি যেসব পণ্য নিয়ে কাজ করতে চান, সেটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। অন্যান্য দেশে কে কী কাজ করছেন, অথবা কীভাবে আরও ভালো করা যায়, সেসব নিয়ে পড়াশোনা করে তারপর আসতে হবে।’  

বিজ্ঞাপন

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস-২০২৩-এর এই উদ্‌যাপনে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক ইউনিট চিফ জোসেফ গিবলিন। নারী উদ্যোক্তাদের এই মিলনমেলায় উপস্থিত হয়ে সবাইকে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সপ্তাহ আয়োজনে অংশ নেওয়ার জন্য অভিনন্দন জানান তিনি। বাংলাদেশের প্রচলিত ঘরানার বাইরে এসে নারীদের আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান তিনি।

আয়োজনে উপস্থিত হয়ে মাইডাসের চেয়ারম্যান মিসেস জাহিদা ইস্পাহানী বলেন, গতানুগতিক জীবনযাপনের বাইরে এসে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা থেকে শুরু করে উৎপাদনমুখী শিল্পোদ্যোক্তা এবং তৈরি পোশাক ক্ষেত্রে এ দেশের মেয়েদের অংশগ্রহণ বহির্বিশ্বে নিয়মিতভাবে আমাদের আরও অনেক বেশি গর্বিত করে তুলছে। আয়োজনে অংশ নেওয়া সবাইকে অভিবাদন জানিয়ে কয়েকজন নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করেন তিনি। আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সপ্তাহ আয়োজনের সমাপনীতে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান।

এ ছাড়া মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালক পারভীন মাহমুদ, মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক মো. খাইরুল বাশার, পরিচালক ড. এস এম আকবর, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মো. কামরুজ্জামান দিদার, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল পুলিশ সুপার (ইন্টারনাল অ্যাফেয়ার্স) এবং বাংলাদেশ উইম্যান পুলিশ নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) মাহফুজা লিজা, এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা মো. গাজী তৌহিদুর রহমান, ট্যানের উদ্যোক্তা তানিয়া ওয়াহাবসহ আরও অনেকেই এ আয়োজনে উপস্থিত হয়ে সবাইকে শুভেচ্ছা জানান।

উদ্‌যাপন সম্পর্কে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, দেশের অর্থনীতিতে যেহেতু নারীর উদ্যোগের অবদান দিন দিন বাড়ছে, তাই তাঁদের মূল্যায়ন করা এবং তাঁদের সাফল্যকে উদ্‌যাপন করা জরুরি।  

এই আয়োজন উপলক্ষে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোক্তাবিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না চাকরি দেব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট ও উদ্যমী নারীদের নেটওয়ার্ক সাহসিকা, গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ চ্যাপ্টার, আর্থিক প্রতিষ্ঠান মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস) ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পাশে ছিল। সহযোগিতায় ছিল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কাজ৩৬০, ক্রিয়েটিভ সফট টেকনোলোজি, এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, উইমেন অ্যান্ড ই-কমার্স, হালফ্যাশন, নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি ও পেন্সিল।  

নারী উদ্যোক্তাদের এ আয়োজনের লোগো বোর্ড সহযোগিতায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ সিভিল সার্ভিস উইম্যান নেটওয়ার্ক, আব্রাস কিচেন, আদর্শ, বাবুর হাসি, বেনে, কেয়ার স্টোর বিডি, কনটেন্ট রাইটিং উইথ অজন্তা, ডায়না হোস্ট, ধবল, এন্ট্রাপ্রেনিউরস অ্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্ম, ফেমে, ফ্রেশী ফার্ম, গুটিপা, হ্যাপী আওয়ার, হাশেম কালেকশন, হট অ্যান্ড স্পাইসি কিচেন বিডি, জলচৌকী, কে ক্রাফট, কানিজ কিচেন বিডি, কাদম্বরী, মুনমুন জ্যোতি’স ভ্যারিয়াস ফুড, নারী উদ্যোক্তার খোঁজে, নন্দন কুটির, নারী উদ্যোক্তা উন্নয়ন, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট, পিঠার ঝুড়ি, রাজিয়া’স লাইভ কিচেন, সতেজ অ্যান্ড সেফ অ্যাগ্রো ফুডস লিমিটেড, শাবাব লেদার, শপ কুইন, শৈলী, এস আর ল্যান্ড কনসালট্যান্সি ফার্ম, স্টোরোলা, সুতাকথন, ট্যান তারা, টেকভিশন, ট্রিপনেস বাংলাদেশ, তুলিকা, টুয়েন্টি ফোর কিচেন, ওয়েব ফাউন্ডেশন, হোয়াট নট, ঋতু, ডব্লিউআইটি ইনস্টিটিউট এবং উইমেন ইন ডিজিটাল। সর্বশেষ কেক কেটে আয়োজনের সমাপ্তি হয়।

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১৩: ০৭
বিজ্ঞাপন