ঋদ্ধির স্বপ্নযাত্রা মিরপুরে
শেয়ার করুন
ফলো করুন

ঋদ্ধি প্রকাশনের উদ্যোগে এক ভবনে থাকছে পাঠাগার, বুকশপ, পাবলিকেশনস, বইয়ের আর্কাইভ, ফুড কোর্ট বা ক্যাফেটেরিয়া, এক্সিবিশন গ্যালারি, ঐতিহ্যের সংগ্রহশালা, সেমিনার স্টেজ, কিডস কর্নার, সেই সঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা। এ বিষয়ে ঋদ্ধির কর্ণধার মাহবুবুল হাসান ফয়সাল জানান, খুব তাড়াতাড়ি মিরপুরকে ঘিরে তাদের সাংস্কৃতিক সক্রিয়তা শুরু হবে। দেশ-বিদেশের দুর্লভ বইয়ের ক্যাটালগ তৈরি হচ্ছে। ভবনজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্প উদ্যোক্তা, পাঠক ও সংগ্রাহক ফয়সাল বললেন, ‘সারা জীবন বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলাম। সে শিক্ষা থেকেই এবার মিরপুরে আমাদের আগামীর যাত্রা।’

বিজ্ঞাপন

ঋদ্ধির নতুন গ্যালারি শুরু হবে উন্মাদের ৪৮ বছর পূর্তি আয়োজনের কার্টুন প্রদর্শনের মধ্য দিয়ে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১০: ১৮
বিজ্ঞাপন