ইশোর নতুন ফার্নিচার প্যাকেজে মূল্যছাড়
শেয়ার করুন
ফলো করুন

জীবনের বিশেষ মুহূর্তগুলো আরও তাৎপর্যময় করে তোলার লক্ষ্যে ফার্নিচারের প্যাকেজগুলো ডিজাইন করা হয়েছে বলে জানায় ইশো কর্তৃপক্ষ। যেমন নববিবাহিত দম্পতিদের নতুন বাসা, নবজাতকের জন্য নার্সারি কিংবা পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর জন্য মনোরম জায়গা সাজাতে ইশোর এই প্যাকেজগুলো ক্রেতাদের আকৃষ্ট করবে বলে মনে করে ব্র্যান্ডটি।

প্যাকেজের সঙ্গে সীমিত সময়ের জন্য রয়েছে বিশেষ ছাড়। যেখানে সর্বনিম্ন এক লাখ টাকার প্যাকেজে ক্রেতারা ৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। আর প্যাকেজের খরচ দুই লাখ টাকা ছাড়িয়ে গেলে পাওয়া যাবে ৭ শতাংশ ছাড়।

বিজ্ঞাপন

ইশোর চিফ অপারেটিং অফিসার ফিরোজ আল মামুন বলেন, ‘ক্রেতাদের স্বপ্নের বাড়িকে বাস্তবে পরিণত করতে সাহায্য করাই ইশোর লক্ষ্য। স্টাইলিশ এবং একই সঙ্গে সাশ্রয়ী, এমন ফার্নিচারের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। মানের ব্যাপারে কোনো আপস না করেই আমাদের উদ্যোগটি এই চাহিদা পূরণ করবে।’

ফিরোজ আল মামুন আরও বলেন, এটি শুধু একটি ছাড়ের অফারই নয়, বরং বিলাসবহুল জীবনে প্রবেশ করার একটি সুযোগ। ইশোর ফার্নিচার যেন বিলাসবহুল জীবনের একটি প্রতিচ্ছবি, যা সব ধরনের মানুষের প্রয়োজন মেটানোর জন্য ডিজাইন করা হয়েছে। শহুরে জীবনযাত্রার জন্য আধুনিক স্টাইল কিংবা ক্ল্যাসিক স্টাইল—যা–ই হোক না কেন, প্রতিটি ফার্নিচারই আপনার জীবনধারাকে পাল্টে দেবে।
ইশোর ওয়েবসাইট www.isho.com এবং বারিধারা, ধানমন্ডি, রিং রোড ও উত্তরায় অবস্থিত স্টোরগুলোয় ইশোর ফার্নিচার পাওয়া যাবে।

ছবি: ইশো

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১১: ০০
বিজ্ঞাপন