যে ৬টি কারণে নারীরা সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নেন
শেয়ার করুন
ফলো করুন

আমাদের সমাজে পুরুষ দীর্ঘদিন একা থাকার সিদ্ধান্ত নিলে বা সিঙ্গেল জীবন পছন্দ করলে তাদেরকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় না। চাইলেই তিনি 'ব্যাচেলর' তকমা নিয়ে স্বচ্ছন্দে দিন কাটাতে পারেন। কিন্তু সিঙ্গেল নারীরদের জন্য চিত্র সম্পূর্ণ ভিন্ন। নারী-পুরুষের সমান অধিকারের কথা যতই বলা হোক না কেন, কোনো নারী একা থাকার সিদ্ধান্ত নিলে তাকে সমাজে নেতিবাচক দৃষ্টিতেই দেখা হয়। তারপরেও নারীরা কেন‌ সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নেন? চলুন জেনে নেই তার কিছু কারণ।

১. সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চান

প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে থাকাটা হালকাভাবে নেওয়ার সিদ্ধান্ত নয়। তাই জীবনসঙ্গী একটু সময় নিয়ে খোঁজাই শ্রেয়। ভুল ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকার চেয়ে খারাপ কিছু হতে পারে না। অনেকে হয়তো সহজে 'মিস্টার রাইট'কে খুঁজে পাবেন না। এতে হতাশ হ‌ওয়ার কিছু নেই। কোনো আইন বলে না যে জীবনে পরিপূর্ণ বোধ করতে আপনার অবশ্যই একজন জীবনসঙ্গীর প্রয়োজন!

২. নিজের জীবনের স্বাধীনতাকে মূল্য দেন

আপনি শিক্ষা ও কর্মজীবনে কঠোর পরিশ্রম করেছেন। আপনি যা চান, তা কেনার জন্য প্রয়োজনীয় অর্থ আপনি নিজেই উপার্জন করেছেন। আর স্বাভাবিকভাবেই আপনি এটি তা নিজস্ব পছন্দ অনুযায়ী উপভোগ করতে চান।

আপনি যখন সিঙ্গেল থাকবেন, তখন আপনাকে সারাক্ষণ অন্যের মতামত বিবেচনা করতে হবে না। আপনি নিজেই আপনার জীবনের জন্য পরিকল্পনা করতে এবং সিদ্ধান্ত নিতে পারবেন। আপনাকে বাধা দেওয়ার মত কেউ থাকবেনা। নিজের মতো করে কাজ করতে পারবেন।

বিজ্ঞাপন

৩. অন্যের অংশীদারিত্ব পছন্দ নয়

প্রত্যেকের‌ই চিন্তাভাবনা ও কাজ করার নিজস্ব পদ্ধতি রয়েছে। কোনো সম্পর্কে থাকলে এই অনন্যতা কিছুটা হলেও খর্ব হয় এবং তাতে অন্যের অংশীদারিত্ব চলে আসে। আপনি যদি আপনার সৃজনশীলতা আর আদর্শকে সর্বাধিক মূল্য দেন, তবে আপস করা কঠিন হতে পারে। এর চেয়ে সিঙ্গেল থাকলে তা আপনার ব্যক্তিত্ব রক্ষা করতে পারে। আপনি কেবল নিজের কাছেই জবাবদিহি করবেন এবং কারও জন্য নিজেকে পরিবর্তন করার কথা বিবেচনা করতে হবে না।

৪. নিজের জীবনের লক্ষ্যকে অগ্রাধিকার দেন

অনেক মেয়েরাই অল্প বয়সেই তাদের লক্ষ্য চিহ্নিত করে। হয়তো আপনি সবসময় আপনার পথটি কী হবে তা জানেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি নিজের মতো করেই নির্ধারণ করেছেন। এটাই সত্য যে প্রত্যেক তরুণী স্ত্রী ও মা হওয়ার স্বপ্ন দেখেন না। আপনার স্বপ্ন হতে পারে আপনার ক্যারিয়ার গড়া বা বিশ্বভ্রমণ করা। আপনি যদি দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে থাকেন, তবে আপনার সঙ্গীটি আপনার এই অগ্রাধিকারগুলো সমর্থন নাও করতে পারেন। আপনি সিঙ্গেল থাকলে এ ধরনের সিদ্ধান্তগুলো আরও সহজ হয়।

বিজ্ঞাপন

৫.শুধুমাত্র সন্তান ধারণ নিয়ে চিন্তিত নন

মেয়েদের জন্য সন্তান ধারণ একটি সংবেদনশীল বিষয়। দুর্ভাগ্যবশত, আমাদের সমাজে কিছু মানুষ অবিবাহিত মহিলাদের তাদের বায়োলজিক্যাল ঘড়ির টিক টিক গতির কথা বারবার মনে করিয়ে দিয়ে প্রতিনিয়ত হেনস্থা করার চেষ্টায় থাকে।

সব মেয়েরাই মা হওয়াকে জীবনের প্রধান লক্ষ্য ভাবেন না। অনেকে বাচ্চাদের পছন্দ করতে পারেন কিন্তু নিজে জন্মদান এবং বড় করার দায়িত্ব এখুনি নিতে চান না।

৬.জীবনে পরিপূর্ণ বোধ করেন

আপনার জীবনে শক্তিশালী অনেক সম্পর্ক আছে যেগুলাকে আপনি বেশি গুরুত্ব দেন। আপনার বন্ধুবান্ধব আর পরিবারের সবাই আপনার সিদ্ধান্তকে সম্মান দেন এবং আপনাকে সবসময় সহায়তা করেন। যদিও অন্যের সঙ্গে জীবনের সবকিছু শেয়ার করা একটি গুণ, তবে আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সবকিছু করতে হবে না। বিশেষ করে যদি না আপনি সিঙ্গেল জীবন ত্যাগ করার সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। এর মানে এই নয় যে আপনি স্বার্থপর বা নার্সিসিস্টিক। এর মানে হলো যদি আপনি যখন সঙ্গীর সাথে জীবন ভাগাভাগির সিদ্ধান্ত নেবেন, তা যেন দুজনের জন্যই অর্থবহ হয়। সুতরাং, আপনি আপনার সময় নিন এবং সিঙ্গেল জীবন উপভোগ করুন!

ছবি: মেহেনীল তাসনিম জয়া

শাড়ি: মাতৃক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০০: ৫৩
বিজ্ঞাপন