আপনার 'টুয়েলভথ ফেল' সঙ্গীকে যে ৪ উপায়ে মোটিভেশন দিতে পারেন
শেয়ার করুন
ফলো করুন

ওটিটিতে মুক্তি পাওয়ার পর থেকেই বলিউডের গুণী নির্মাতা বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ মুভিতে মনোজ ও শ্রদ্ধা চরিত্র দুটি সবার মুখে মুখে। বাস্তব কাহিনিনির্ভর এই মুভির গল্পের মধ্যে অনেকেই নিজেকে খুঁজে পাচ্ছেন।

বিক্রান্ত ম্যাসির চরিত্রায়ণে জীবন্ত হয়ে ওঠা মনোজ কুমার শর্মার বারবার হেরে যাওয়া আর সবশেষে পরম আরাধ্য সাফল্য পাওয়ার পথে ভালোবাসার মানুষ শ্রদ্ধা জোশীর চরিত্রটি নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন অনেকেই। ‘টুয়েলভথ ফেল’ আসলে শুধু উচ্চমাধ্যমিকে ফেল করা নয়, সামগ্রিক ব্যর্থতার প্রতীক।

বিজ্ঞাপন

আপনার সঙ্গী নারী বা পুরুষ যা-ই হন, আপনি তাঁর পাশে থেকে মোটিভেশন দিলে তা সেই মানুষকে যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করা আর উপর্যুপরি চেষ্টা করে সাফল্য অর্জন করার পথে এগিয়ে নিয়ে যেতে পারে অনেকটা। আর সে জন্য অবলম্বন করতে হবে ৪টি উপায়।

১. আপনার সঙ্গী আর তাঁর লক্ষ্যের মাঝে সেতুবন্ধ তৈরি করুন

হয়তো আপনার কোনো চেনাশোনা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার সঙ্গীর কাজে আসতে পারে। তিনি যে বিষয়টি শিখতে গিয়ে পিছিয়ে পড়ছেন বা যে ধাপে গিয়ে আটকে যাচ্ছেন, সেখানে আপনার হয়তো সেই প্রয়োজনীয় দক্ষতা আগে থেকেই আছে। তাঁর হয়ে সব করে দিয়ে নয়, বরং আপনার সঙ্গীকে সেই দক্ষতা অর্জনে আপনি সাহায্য করতে পথ দেখাতে পারবেন।

২. আপনার সঙ্গীর দক্ষতাগুলো চিনিয়ে দিন তাঁকে

অনেক সময় আত্মবিশ্বাসের অভাবে আর বারবার বিফল হওয়ার ফলে নিজের দক্ষতা নিয়ে সন্দিহান হয়ে পড়েন অনেকে। আবার সারা জীবন হীনম্মন্যতায় ভুগে নিজের সবচেয়ে ভালো দিক আর দক্ষতাগুলো চিনে উঠতে পারেন না কেউ কেউ। এ ক্ষেত্রে একজন সত্যিকারের সঙ্গী হতে পারেন সহায়ক। আপনার প্রিয় মানুষটির গুণগুলো খুঁজে বের করুন, সেগুলো চিহ্নিত করে এবারে তা নিয়ে এগোতে উদ্বুদ্ধ করুন তাঁকে।

বিজ্ঞাপন

৩. দুজনে মিলে একই লক্ষ্যে কাজ করা

দুজনের লক্ষ্য এক হলে সম্পর্কে আসবে জোয়ার। শুধু যে একই পেশা হতে হবে এমন কোনো কথা নেই। একই সঙ্গে একটা ট্রিপ বা ইভেন্ট আয়োজন করা যায়। বাড়ির সংস্কার বা ফিটনেস গোল নিয়ে আগানো যায়। দুজনে মিলে নতুন কোনো স্কিল শেখা যায়। হতে পারে তা কোনো সফটওয়্যার বা ভাষা।

৪. আপনার সঙ্গীর আত্মঘাতী চিন্তাভাবনা ধরিয়ে দেওয়া

আমরা অনেকেই কিছু আত্মঘাতী চিন্তাভাবনার কারণে নিজেই নিজের পথে বাধা হয়ে দাঁড়াই। যিনি সবকিছু ১০০ শতাংশ নিখুঁত হোক চান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা তাঁর জন্য কঠিন। এদিকে নেতিবাচক চিন্তার মানুষেরা অন্য সবকিছুর মতো নিজের মধ্যেও ভালো দেখেন না। সংশয়বাদী বা সবকিছুতে ভয় পান এমনও আছেন অনেকে। চিন্তাভাবনার এই দুর্বল ও ফাঁকা জায়গাগুলো পূরণ করে আপনার সঙ্গীকে আত্মবিশ্বাসী করে তুলতে পারেন একমাত্র আপনি।

ছবি: টুয়েলভথ ফেইল মুভির ইন্সটাগ্রাম ভিডিও ও পোস্টার থেকে নেওয়া

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০১: ০৮
বিজ্ঞাপন