জেনে নিন ভালোবাসায় এই ৪টি স্পর্শের অর্থ
শেয়ার করুন
ফলো করুন

স্পর্শ বিষয়টি যতই স্পর্শকাতর হোক, ভালোবাসার প্রকাশে স্পর্শের ভাষাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ। প্রেম আত্মিক। আত্মার সঙ্গেই সে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। কিন্তু সেই প্রেমের পূর্ণতা আসে স্পর্শের আদরে। ভালোবাসার মানুষকে ছুঁতে ইচ্ছা করে, ধরতে ইচ্ছা করে। এটাই স্বাভাবিক। তবে প্রেমের মনস্তাত্ত্বিক গবেষণায় এই স্পর্শের ব্যবচ্ছেদ চলে প্রতিনিয়ত। আর সেসব তত্ত্ব আর হাইপোথিসিস বলে, আপনার সঙ্গীর একেক স্থানে রকম স্পর্শ একেক অর্থ বহন করে।


১. মুখমণ্ডল

প্রেমে ভেসে যাওয়ার শুরুটা নাকি চোখে ডুব দেওয়ার মধ্য দিয়েই ঘটে থাকে। গালের টোল বা নাদুসনুদুস ভাব যেভাবে টানে, স্পর্শ না করে কি থাকা যায়! গালটা টিপে দিলেই–বা দোষ কী! প্রিয় মানুষটার প্রেমময় আর মায়ায় ডোবানো হাসিটা যেন এফোঁড়–ওফোঁড় করে দেয় হৃদয়। ভ্রূর বাঁক, ঠোঁটের হাসি, চিবুকের ভাঁজ, গালের তিল যাই হোক না কেন, যদি আপনার সঙ্গী আপনার মুখের কোথাও স্পর্শ করে আদর মাখা হাতে, ধরে নিতে হবে আকর্ষণের ফুলকি সবেমাত্র জ্বলে উঠেছে। মুখের সৌন্দর্যে ডুবে থাকেন তিনি। এর মানে হলো আপনার প্রতি রয়েছে তাঁর সত্যিকারের অনুভূতি ও শ্রদ্ধাবোধ।

বিজ্ঞাপন

২. কেশগুচ্ছ

ভালোবাসার সম্পর্কে আদর এক বড় জায়গাজুড়ে থাকে। আর প্রিয় মানুষের চুলগুলো ধরতে, চুল নিয়ে খেলতে বা মজাচ্ছলে এলোমেলো করে দিতে কী যে ভালোলাগে, তা শুধু প্রেমে মজে থাকা মানুষই জানে। গান আর কবিতায় প্রিয়ার চুলের হাজারো উপমা থাকে। আর প্রেমিকের চুলে আঙুল চালিয়ে আনমনে এটা–সেটা বলে যাওয়ার মধ্যেও কম প্রেম নেই।

আপনার সঙ্গী যদি আপনার চুল স্পর্শ করে, তার অর্থ হচ্ছে তিনি আপনার সঙ্গে রোমান্টিক সম্পর্কে থিতু হতে চান। চুলে বিলি কেটে দেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া বা নাক ডুবিয়ে সুবাস নেওয়ার মতো রোমান্টিক আর কিছুই হতে পারে না।

বিজ্ঞাপন

৩. হাত

হাতটা ধরেই তো পার করতে হবে সারাটা জীবন। হাতই মনে হয় ধরা হয় প্রথম সম্পর্ক শুরু হলে। হাত ধরা, মানে পাশে থাকা। হাত ধরা মানে সারাজীবনের সাথি হওয়ার প্রতিশ্রুতি। সেই যে শাহানা বাজপেয়ীর গানের মতো, একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কাদোক্কা খেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। সেই ছোঁয়া তো হাত থেকেই শুরু হয়। হাত অনেক কারণেই ধরা হয়, কিন্তু কেউ ভালোবেসে হাত ধরলে ভেতরে উড়তে থাকে হাজার প্রজাপতি।

সে স্পর্শ ঠিক আলাদা করে চেনা যায়। আপনার সঙ্গী যদি পাশে বসলেই হাতটা ধরেন অথবা রাস্তা পার হতে গিয়ে হাত ধরার ছুতো খুঁজে পেয়ে মিস না করেন তবে বুঝে নিতে হবে, এ হাত জন্মান্তর অবধি ধরে রাখবে আপনাকে। হাত ধরা মানে এক নির্ভরতার অনুভূতি।

৪. পিঠ ও কাঁধ

ইংরেজিতে একটা কথা আছে, 'বাড়ি ফেরা মানে একজন মানুষের কাছে ফেরা'। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আশ্রয় বা নীড়ের সমার্থক হয়ে ওঠে একসময়।

এর বহিঃপ্রকাশ ঘটে যখন তিনি আপনার পিঠ বা কাঁধে হাত রাখেন। এ যেন স্পর্শের ভাষায় বলা, আমি আছি। আমি তোমাকে সবকিছু থেকে রক্ষা করব, আগলে রাখব।

তথ্যসূত্র: ভেরি ওয়েল মাইন্ড

ছবি: পেকজেলস ডট কম

হিরো ইমেজ: পূর্ণ দাস

মডেল: সুষ্মিতা ও স্বচ্ছ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০১: ০০
বিজ্ঞাপন