অন্যকে খুশি করার জন্য এই ৫টি কথা কখনো বলবেন না
শেয়ার করুন
ফলো করুন

বেশির ভাগ মানুষকে লক্ষ করলে দেখা যায়, সবার মধ্যে খুব সাধারণ একটি প্রবৃত্তি কাজ করে। আর তা হলো অন্যদের কাছে নিজে ভালো হওয়া। তাই তো না চাইলেও সব সময় অন্যকে খুশি করে চলতে হয়। অনেক সময় এমনও হয়ে থাকে, অনেক কাজ নিজের ভালো লাগছে না, কিন্তু অন্যকে খুশি করার জন্য করতেই হচ্ছে। অন্যকে ভালো রাখা বা খুশি রাখা কিন্তু মোটেও খারাপ কোনো কথা নয়। তবে যখন তা সব সময় আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করতে হচ্ছে, তখনই সমস্যা হয়। কিংবা হতে পারে এই কাজগুলো আপনার মতাদর্শের সঙ্গে মিলছে না কিন্তু তা–ও করে চলতে হচ্ছে। তাহলে এটি মোটেও ঠিক নয়। এতে আপনার নিজস্ব ব্যক্তিত্ব নষ্ট হয়। তাই এই অভ্যাস কাটিয়ে ওঠাই ভালো। চলুন জেনে নেওয়া যাক শুধু অন্যকে খুশি করতে গিয়ে যে কথাগুলো একেবারেই বলা উচিত নয়।  

১. আমি কিছু মনে করিনি

অনেক সময় দেখা যায় অনেকেই আমাদের সঙ্গে এমন সব ব্যবহার করে থাকেন, যা আমরা মোটেও পছন্দ করি না। কিন্তু এটা নিয়ে আমরা কোনো কিছু বলে ওঠা হয় না। কিংবা অনেকেই যখন আপনাকে ছোট করে কোনো কথা বলে এবং আপনাকে নিয়ে তাদের আপত্তিকর মতামত দেয়, তখন বেশির ভাগ সময় আমরা আর এ নিয়ে মাথা ঘামাতে চাই না। হয়তো অপর মানুষটি কী ভাববে, তাই ভেবে প্রতিবাদ করি না। আমরা সহজভাবে বলে ফেলি, আমি কিছু মনে করিনি। কিন্তু এটি মোটেও ঠিক নয়। এই কথা তাঁদের পরবর্তী সময়ে একই ধরনের ব্যবহার করার পথ তৈরি করে দেয়। তাই সব সময় এই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন।

বিজ্ঞাপন

২. কোনো সমস্যা নেই

আমাদের কোনো সমস্যা থাক কিংবা না থাক, এই কথা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায়, আপনার সমস্যা তো আছেই কিন্তু অন্যকে খুশি করাতে গিয়ে বলছেন, ঠিক আছে কোনো সমস্যা নেই। ব্যাপারটি মোটেও ঠিক নয়। যদি কোনো কিছু আপনার জন্য সুবিধাজনক মনে না হয়, তবে তা নিয়ে কথা বলুন।

৩. 'কিন্তু, সম্ভবত, হতে পারে'- এসব কথা থেকে বেরিয়ে আসুন

অনেক সময় আমরা নিজেদের বেশি অমায়িক প্রদর্শন করতে এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। যেমন হতে পারে আমি ভুল, কিন্তু আমার মনে হচ্ছে কাজটি আপনি সঠিকভাবে করেননি। আপনি যা বলতে চাইছেন তা স্পষ্ট করে বলে দেওয়াই ভালো। এতে আপনার কথা বেশি প্রাধান্য পায়। অন্যদিকে আপনি যখন এই ধরনের শব্দ যুক্ত করেন, তখন আপনার কথা গুরুত্ব হারিয়ে ফেলে।

বিজ্ঞাপন

৪. কথায় কথায় সরি বলবেন না

আপনি যখন কোনো ভুল করবেন, তখনই শুধু সরি বলুন। অন্যথায় সরি বলবেন না। অনেক মানুষের মধ্যে এই অভ্যাস দেখা যায়। নিজে ভুল না করলেও তাঁরা সরি বলেন। তাঁদের ধারণা, নিজে কোনো কিছু না করলেও আগে থেকেই সরি বলে মিটিয়ে নেওয়া ভালো। কিন্তু এতে আবারও আপনার গুরুত্ব হারিয়ে যায়। মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করে, যা আপনার ব্যক্তিত্বের জন্য মোটেও ঠিক নয়। তাই কথায় কথায় সরি বলা থেকে বিরত থাকুন।

৫. সবকিছুতে ঠিক আছে বলবেন না

অনেক সময় দেখা যায় আমরা কোনো কিছু করতে চাইছি না। তারপরও বলছি ঠিক আছে, যদিও তা আমাদের জন্য একেবারেই ঠিক নেই। অর্থাৎ আমাদের না বলতে পারতে হবে। আপনি যখন কোনো কিছু চাইছেন না, তখন স্পষ্টভাবে বুঝিয়ে বলুন। এ ছাড়া আপনি যখন কাউকে স্পষ্টভাবে নিজের ব্যাপারটি বুঝিয়ে বলতে পারেন না, তখন সম্পর্ক ভালোর দিকে তো যায়ই না, বরং ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই আপনার জন্য যা ঠিক নয়, সেখানে ঠিক আছে বলবেন না।

ছবি: পেকজেলস ডট কম

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০০: ৫৪
বিজ্ঞাপন