প্রথম ভারতীয় ডিজাইনার হিসেবে মেট গালায় সব্যসাচী মুখার্জি
শেয়ার করুন
ফলো করুন

ভারতীয় সেলিব্রিটি ফ্যাশন ও ব্রাইডাল ওয়্যার ডিজাইনার সব্যসাচী মুখার্জি মানেই আভিজাত্য আর চমক। ভারত নয়; বরং বিশ্বের ফ্যাশন মহলে সব্যসাচীর ডিজাইনের পোশাক এখন বেশ সমাদৃত। এ বছর মেট গালার আসরে সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো তিনি হাজির হয়েছেন লালগালিচায়।

যিনি সবার পোশাক ডিজাইন করেন, তিনিই এবার আকর্ষণীয় সাজপোশাকে উপস্থিত হয়েছেন সবার সামনে। সব্যসাচী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন। সত্যিই অসাধারণ লাগছে এই বাঙালি ডিজাইনারকে। প্রশংসায় ভাসছেন তিনি রীতিমতো।

বিজ্ঞাপন

মেট গালায় সব্যসাচীর সাজপোশাক

এবারের মেট গালার থিম হলো ‘স্লিপিং বিউটি: রি–অ্যাওয়েকেনিং ফ্যাশন’ এবং ড্রেসকোড হচ্ছে ‘দ্য গার্ডেন অব টাইম’। সব্যসাচী মুখার্জিও ড্রেসকোড মেনে বেছে নিয়েছেন তাঁর পোশাক। শার্টের ওপর তিনি পরেছেন ‘সব্যসাচী রিসোর্ট ২০২৪’ সংগ্রহ থেকে একটি এমব্রয়ডারি করা সুতির ডাস্টার কোট।

কোটে রয়েছে নিখুঁত কাজের ফ্লোরাল মোটিফ, যা গালার ‘দ্য গার্ডেন অব টাইম’ থিমের সঙ্গে মিলিয়ে নকশা করা হয়েছে। এর সঙ্গে তিনি টাকইন করেছেন বেজ রঙের ফরমাল প্যান্ট দিয়ে। আর অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন তাঁর সংগ্রহের সিগনেচার বেল্ট।

পোশাকের সঙ্গে সব্যসাচীর গয়নাও ছিল চোখে পরার মতো। গয়না হিসেবে তাঁর গলায় ও হাতে শোভা বাড়িয়েছে সব্যসাচী হাই জুয়েলারির কালেকশন, যা টুরমেলিন ক্রিস্টাল, মুক্তা, পান্না ও হীরার তৈরি। এই সাজপোশাকের সঙ্গে তিনি চোখে পরেছেন টিন্টেড সানগ্লাস আর পায়ে জুটি বেঁধেছে বাদামি অক্সফোর্ড শু।

মেট গালার এবারের আসরে দ্বিতীয়বারের মতো লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন বলিউড ডিভা আলিয়া ভাট। ফ্যাশনপ্রেমী ও ভক্তদের তাক লাগিয়ে আলিয়া বেছে নিয়েছেন তাঁর অন্যতম প্রিয় ফ্যাশন ডিজাইনারের তৈরি পোশাক। আর সেই ডিজাইনার আর কেউ নন; স্বয়ং সব্যসাচী মুখার্জি।

ছবি : সব্যসাচী মুখার্জির ইন্সটাগ্রাম থেকে

বিজ্ঞাপন
প্রকাশ: ০৭ মে ২০২৪, ১৩: ২০
বিজ্ঞাপন