আবারও মেট গালার লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন বলিউড ডিভা আলিয়া ভাট। ফ্যাশনপ্রেমী ও ভক্তদের একেবারে তাক লাগিয়ে দিয়েছেন বলতে হবে। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারস নাইট আউটের জন্য তিনি বেছে নিয়েছেন তাঁর অন্যতম প্রিয় ফ্যাশন ডিজাইনারের তৈরি পোশাক। আর সেই ডিজাইনার আর কেউ নন- সব্যসাচী মুখার্জী।
সব্যসাচী আলিয়ার জন্য ডিজাইন করেছেন একটি অসাধারণ সুন্দর প্যাস্টেল শেডের মিন্ট গ্রিন শাড়ি। এতে এমবেলিশমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে ফ্রিঞ্জ, সিকুইন ও রাইনস্টোন। আর এর সঙ্গে থাকা ব্লাউজ তৈরি হয়েছে পান্না, বাসরাইমুক্তা, টুরমেলিন ক্রিস্টাল ও স্যাফায়ার দিয়ে। শাড়িটির সঙ্গে আলাদা করে জুড়ে দেওয়া হয়েছে ২৩ ফুট লম্বা ট্রেন। এই একটি শাড়ি ও ব্লাউজ তৈরি করতে একশ তেষট্টি জন কারিগরের সময় লেগেছে এক হাজার নয়শ পয়ষট্টি ঘন্টা।
আলিয়া ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এটি আমার ২য় মেট গালা, কিন্তু আমি প্রথমবারের মতো এখানে শাড়ি পরছি। আমি যখন ড্রেসকোড গার্ডেন অব টাইম নিয়ে চিন্তা করলাম তখন মাথায় আসে আমাকে টাইমলেস বা চিরসবুজ কিছু পরতে হবে। আর শাড়ির চেয়ে চিরসবুজ আর কি হতে পারে?
মেকআপের দিক থেকেও আলিয়া ছিলেন বরাবরের মতো অনন্য। তবে এবার তাঁর চিরাচরিত নো-মেকআপ মেকআপ থেকে বেরিয়ে বেছে নিয়েছেন সফট গ্ল্যাম লুক। নজর কেড়েছে আলিয়ার চুলের সাজ। চুলগুলো হালকা কোঁকড়া করে খোঁপা করেছেন। চুলগুলো সাজিয়েছেন সব্যসাচী সিগনেচার জেমস্টোনস খচিত মাথাপট্টি ও নেকলেসে মতো দেখতে হেডব্যান্ড দিয়ে। আর খোঁপার ভাজে ভাজেও জেমস্টোনস গুঁজে দিয়েছেন। সাজে ফাইনাল টাচ হিসেবে পরেছেন সব্যসাচীর গয়নার কালেকশন থেকে নেওয়া টুরমালিন ক্রিস্টাল ও হীরার কানের দুল এবং আংটি।
ছবি: ইন্সটাগ্রাম