বার্বিকোর ট্রেন্ডে জ্যাকুলিন ফার্নান্দেজ
শেয়ার করুন
ফলো করুন

আপনি যদি খাঁটি ফ্যাশনিস্তা হয়ে থাকেন, তাহলে হালের ফ্যাশন ট্রেন্ড বার্বিকোরের সঙ্গে আপনার পরিচয় অবশ্যই আছে। বার্বি পুতুলের মতো গোলাপি আভায় নিজেকে রাঙিয়ে নেওয়াই বার্বিকোর ফ্যাশনের মূল উদ্দেশ্য। এটা এখন হলিউড, বলিউডসহ দুনিয়াজুড়েই বেশ জনপ্রিয়। তারকারাও এই ট্রেন্ডের জোয়ারে গা ভাসাচ্ছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজের কিছু ছবি নেটপাড়ায় ভাইরাল হয়েছে। অভিনেত্রীকে নানা ধরনের পোশাকে এর আগে দেখা গেলেও এবার তিনি বার্বিকোর ফ্যাশনে ফ্রেমবন্দী হয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি গোলাপি আভা না থাকলেও বার্বিকোর ফ্যাশনের জন্য তিনি বেছে নিয়েছেন ডিপ ভি নেক হট পিংক ফ্লেমিঙ্গো কোরসেট। সঙ্গে বটম হিসেবে পরেছেন পিংক সাটিন ট্রাউজার। আরুশি রাওয়ালের ক্লদিং লাইন থেকে নেওয়া এই কোরসেট। পুরো স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন নমিতা আলেকজান্ডার।

বিজ্ঞাপন

ছবিটা দেখে মনে হচ্ছে, ‘পিংক ইজ দ্য নিউ ব্ল্যাক’ কথাটি যেন জ্যাকুলিনের জন্যই প্রযোজ্য। বার্বিকোর ফ্যাশন জোরদার করতে তিনি সেজেছেন গোলাপি রঙে। গালে পিংক ব্লাশন, পিংক আইশ্যাডো আর নখে একই রং প্রাধান্য পেয়েছে তাঁর সাজে। তবে পায়ের জুতা গোলাপি বেছে না নিলেও বেলেন্সিয়াগার সাদা লেইস আপ হিল দৃষ্টি কেড়েছে অনুরাগীদের। আপাতত সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে প্রশংসার জোয়ারে ভাসছেন এই সুন্দরী।

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ১১: ১০
বিজ্ঞাপন