আজ দেশের সুপরিচিত চামড়াজাত পণ্য, বিশেষ করে ব্যাগের ব্র্যান্ড গুটিপার জন্মদিন উদ্যাপিত হলো অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। সময় বদলাচ্ছে এ দেশের রুগ্ণ চামড়া শিল্পজাত পণ্যের ইন্ডাস্ট্রির। স্টাইলিশ আর ট্রেন্ডি সব চামড়ার ব্যাগ হাতে তরুণ-তরুণীদের প্রাণচঞ্চল আর দৃপ্ত পদচারণা দেখলে ধরে নেওয়া যায় এখন এসব ব্যাগের অনেকগুলোই খাঁটি দেশি পণ্য। আর যেসব প্রতিষ্ঠানের হাত ধরে এই পরিবর্তনের সুবাতাস বইতে শুরু করেছে, গুটিপা অবশ্যই তার মধ্যে অন্যতম।
ঢাকার ধানমন্ডি ২৭-এর সপ্তক স্কয়ারে গুটিপার নিজস্ব শোরুমে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তির আনন্দঘন আয়োজন শুরু হয়। পুরো শোরুমটি সাজানো হয় এ উপলক্ষে। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির স্বত্বাধিকারী তাসলিমা মিজি ও আমন্ত্রিত অতিথিরা। গুটিপার এত দিনের সফল পথচলা নিয়ে এ সময় ক্রেতারা তাঁদের ইতিবাচক মতামত স্বতঃস্ফূর্তভাবে সবার সামনে তুলে ধরেন।
ব্র্যান্ডটির স্বত্বাধিকারী তাসলিমা মিজি গুটিপা নিয়ে তাঁর মনের কথাগুলো ভাগ করে নেন সবার সঙ্গে। তাসলিমা মিজি বলেন, ‘আমার এই উদ্যোগের সঙ্গে অনেকেই শুরু থেকে আছেন। তাঁদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। দেখতে দেখতে গুটিপার আট বছর হয়ে গেল। এটা সত্যিই লম্বা একটা জার্নি। আমাদের দেশে এখন লাইফস্টাইল ব্যবসায় অনেকটা খারাপ সময় যাচ্ছে। এর মধ্যেও সবাইকে জানান দিতে চাই যে আমরা ভালো করতে চাই। ভালো ভালো ব্যাগ বানাতে চাই।’
তাসলিমা মিজি আরও বলেন, ‘দেশীয় চামড়াশিল্প খাত কিংবা এই ইন্ডাস্ট্রিতে দেশীয় যে ফ্যাশন উদ্যোগগুলো আছে, তাদের একজন হয়ে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। গুটিপা সবার ভালোবাসায় অনেক দূর এসেছে। তাই একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে আমাদের বেশ কিছু দায়িত্বও রয়েছে।’ তবে তিনি এর সঙ্গে যোগ করে বলেন, এই দায়িত্ব ক্রেতাদেরও। তাসলিমা মিজি বলেন, ‘আমরা প্রচুর জিনিসপত্র কিনি। সেগুলো যেন বিদেশি না হয়ে দেশি হয়।’
তাসলিমা মিজি সবার উদ্দেশে বলেন, ‘সবাই যেন দেশীয় পণ্য ব্যবহার করেন। তাহলে আমাদের অর্থনীতিতে আমাদের অবদান থাকবে। শুধু গুটিপা নয়, দেশীয় অন্য সব পণ্যও কিনতে বলেন তিনি উপস্থিত সবাইকে ।’
উল্লেখ্য, গুটিপা ব্র্যান্ডের সূচনা ২০১৬ সালে। আধুনিক ডিজাইন, গুণগত মান, দেশীয় কাঁচামাল ও ব্যবহারের উপযোগিতাই গুটিপাকে জনপ্রিয়তা দিয়েছে। আমদানি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার চাপও সামলাতে হয়েছে। তবে সেসব বাধা পার করে ক্রেতাদের মন জয় করতে সময় লাগেনি। গুটিপায় রয়েছে ছেলে, মেয়ে, ইউনিসেক্সসহ নানা ধরনের লেদার ব্যাগ। ক্রেতাদের জন্য নতুন সব ডিজাইনের ট্রেন্ডি আর ফ্যাশনেবল চামড়াজাত পণ্য তৈরি করে ব্র্যান্ডটি।
ছবি: গুটিপা