থিমভিত্তিক পার্টি লুকের মাঝে ডিস্কো থিম এঝন ট্রেন্ডের তুঙ্গে৷ গত ১০ নভেম্বর দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের জন্মদিনে তিনি এই থিমই বেছে নিয়েছেন।
কালো সিকুইন ফেব্রিকের র্যাপ ড্রেসে মীমকে একেবারেই অন্যরকম লাগছে। ল্যাপেল দেওয়া ভি নেকলাইন ড্রেসে।
পুরো হাতার এই পোশাকটি বেশ স্বল্প দৈর্ঘ্যের। হাতার প্রান্তে ফার দেওয়া লেইস।
চুড়ো করে বাঁধা খোঁপা, স্মোকি চোখের সাজ আর ঝলমলে সাদা পাথরখচিত হুপ স্টাইল ইয়ার রিং- সব মিলে রেট্রো লুকের মীমের থেকে চোখ সরানো যাচ্ছেনা।
পায়ের স্টিলেটো কালো জুতাও নজর কাড়ছে।
এছাড়া পুরো সাজসজ্জা ও কেকের ডিজাইনেও কালোর প্রাধান্য ও ডিস্কো থিম দেখা যাচ্ছে।