গ্ল্যামারাস দুনিয়ার অনন্য ব্যক্তিত্ব অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন লুকের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তাঁর লাস্যময়ী সৌন্দর্য আর সাজপোশাক—সবকিছুই ফ্যাশনিস্তাদের আগ্রহের কেন্দ্রে থাকে। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা বেশ কিছু ছবি দেখে যেন চোখ ফেরানোই দায়। ভিন্ন ভিন্ন দুই কালো পোশাকে তিনি হয়ে উঠেছেন অনন্য। লুক দুটি বেশ প্রশংসিত হচ্ছে মীমের অনুরাগীদের কাছে। জমকালো শাড়ি আর আনারকলিতে তাঁকে বেশ সুন্দর লাগছে।
প্রথম লুকে মীম পরেছেন একটা গর্জিয়াস কালো শাড়ি। টিস্যু শাড়ির পাড় আর জমিনজুড়ে রয়েছে স্ট্রাইপ নকশার সোনালি জারদৌসি, সিকুইন আর পুঁতির নিখুঁত কাজ। তবে রাউন্ড নেকের ব্লাউজটির জমকালো আর ঘন কাজ বেশ নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।
এই আউটফিটের সঙ্গে এলিগেন্ট ভাব আনতে অভিনেত্রী সেজেছেন ন্যুড মেকআপে। শুধু চোখের সাজকে ফোকাস করতে কালো আইলাইনার, কপার গোল্ড আইশ্যাডো আর মাসকারা দিয়েছেন অভিনেত্রী। চুলে করেছেন স্লিক বান।
গয়নায় তেমন ভারিক্কি রাখেননি তিনি। শুধু কানে বেছে নিয়েছেন সাদা পাথর ও মুক্তার দুল আর হাতে সোনালি চুড়ি, আংটি। তবে ছবিগুলোতে অভিনেত্রীর মতো তাঁর আদরের পোষ্যরাও আকর্ষণ কেড়েছে ভক্তদের।
আরেকটি লুকে মীম পরেছেন কালো আনারকলি। এই আউটফিটে ব্যবহার করা হয়েছে দুই ধরনের ফেব্রিক। টপের অংশে, ভেলভেট কাপড়ের জমিনের কাজটাই মূলত জমকালো ভাব এনেছে পোশাকে।
সাদা, সোনালি স্টোন ওয়ার্কের মাধ্যমে ফ্লোরাল মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে। ফ্লেরায় দেওয়া নিচের অংশে ব্যবহার করা হয়েছে উন্নত মানের হালকা নেট। সঙ্গে রয়েছে একই ম্যাটিরিয়ালের লম্বা ওড়না।
এর সঙ্গে মীম সেজেছেন হালকার মধ্যে গর্জিয়াস লুকে। গ্লসি ভাব আনতে ন্যুড পিংক লিপগ্লস আর চোখের সাজে জমকালো ভাব আনতে কালো আইলাইনার আর আইশ্যাডোয় সেজেছেন তিনি। সাজের ফাইনাল টাচে গাল আর নাকের ডগায় যোগ করেছেন হাইলাইটার।
চুলের বিষয়ে বেশ পরিপাটি মিম। তাই তাঁর স্বভাবসিদ্ধ এক পাশ সিঁথি করে ব্লো ড্রাই করেছেন। এর সঙ্গে গয়না পরেছেন বেশ ছিমছাম আঙ্গিকে। কানে সাদা পাথর আর মুক্তার দুল, হাতে সোনালি ঘড়ি, চুড়ি আর আংটি। সর্বশেষ এই আউটফিটের সঙ্গে সাদা হিল পরেছেন অভিনেত্রী।
ছবি: ইন্সটাগ্রাম