শীতের সকালে ফ্রেশ লুকে ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

ভরা শীতের মৌসুম এখন দেশে। সারা বছর ঘেমে নেয়ে নাজেহাল সকলেই শীতবিলাসে মশগুল। আর তার বাইরে নেই আমাদের প্রিয় তারকারাও। শীতের সকাল মানেই লেপের ওম। আর ঘুমটা ভালো হলে তো কথাই নেই।

শীতের সকালে ফ্রেশ লুকে সদ্য ঘুমভাঙা কিছু আদুরে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তাঁর ইন্সটাগ্রামে।

বিজ্ঞাপন

ভাবনা প্রায়ই তাঁর একান্ত সময়ের বিভিন্ন ভাবনা ও আত্মোপলব্ধি ভাগ করে নেন তাঁর ভক্তদের সঙ্গে। লেপের নিচে সকাল সকাল এই ছবিগুলোর সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, অর্থ উপার্জন নয়, বরং অনন্য হয়ে ওঠাই তাঁর লক্ষ্য। আর সে পথে তিনি বেশ এগিয়ে গেছেন গত কয়েক বছরে। সাফল্য কখনোই খুব একটা পেয়ে বসেনা ভাবনাকে। ঐশ্বর্যও নয়।

বরং আমরা প্রায়ই দেখি তিনি অনেকটা নিজের খেয়ালেই চলেন। নিজের হৃদয়ের কথামতোই জীবন কাটান এই স্বাধীনচেতা অভিনেত্রী ও নৃত্যশিল্পী। আর হাসিটি তাঁর সবসময় অমলিন।

বিজ্ঞাপন

ভাবনার আরেকটি বিশেষ দিক হচ্ছে, প্রায়ই তিনি একেবারে মেক-আপবিহীন আর আটপৌরে রোজকার লুকে ক্যামেরার সামনে আসেন। নির্দ্বিধায় সে ছবি পোস্টও করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ছবিগুলোতে সকালের সূর্য পড়েছে ভাবনার ঘুমভাঙা মুখে। মিষ্টি হাসি, খোলা চুল আর ফ্রেশ লুকে নিরাভরণ ভাবনা আকর্ষণ জাগাচ্ছেন নিঃসন্দেহে। আর এই সুন্দরী অভিনেত্রীর ত্বকের সুস্বাস্থ্যো দেখার মতো। তাই তো এভাবে যখন তখন নো মেক-আপ, নো ফিল্টার ছবিতে সকলের সামনে আসেন তিনি নিঃসংকোচে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০২: ২৩
বিজ্ঞাপন