ভাবনা ত্বকের যত্ন নেন এই একটি বিশেষ ঘরোয়া উপকরণে
শেয়ার করুন
ফলো করুন

বাতাসের দূষণ, ধুলাবালু আর দিনভর মেকআপের আতিশয্য। এদিকে ক্লোজ শট আর হালের নো-মেকআপ ট্রেন্ডের বদৌলতে ত্বককে সব সময় রাখতে হয় নিখুঁত। ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখা এ সময় আরও কঠিন হয়ে পড়ে তারকাদের জন্য।

অথচ এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে দেখলে মনে হয় ত্বক নিয়ে কোনো ভাবনাই নেই তাঁর। একেবারে ন্যাচারাল লুকে প্রায়ই আসেন তিনি ভক্তদের সামনে। তাঁর কাছেই জানতে চাওয়া হলো, ত্বকের যত্নে কী কী করেন তিনি।

বিজ্ঞাপন

সদ্য ফোটা গোলাপের মতো ত্বক পেতে হলে যেতে হবে গোলাপের কাছেই। ভাবনার সবচেয়ে প্রিয় সৌন্দর্য-উপকরণ গোলাপ। গোলাপজলের মিস্ট ব্যবহার করেন তিনি সারা দিনই। গোসল ও মুখ ধোয়ার জন্যও থাকে গোলাপজল। টক দই রোদে পোড়া ত্বকে স্বস্তি জোগানোর জন্য ব্যবহার করেন ভাবনা।

এ ছাড়া ত্বকের যত্নে ভাবনার খুব পছন্দ কফি আর মধু। ‘এক্সফোলিয়েশনসহ আরও অনেক উপকারী ভূমিকা রয়েছে কফির’, বললেন তিনি। ভাবনার কাছেই জানা গেল, শুধু বিভিন্ন প্রাকৃতিক ও সাধারণ উপাদান দিয়েই তিনি ত্বকের যত্ন নেন।

বিজ্ঞাপন

সেই তিন বছর বয়স থেকে নাচ করেন বলে তখন থেকেই মেকআপ করতে হয় ভাবনাকে। সুস্থ ও সুন্দর ত্বক পেতে দিন শেষে খুব ভালোভাবে মেকআপ তোলার ওপর জোর দিলেন তিনি। সানস্ক্রিনের ব্যাপারে ভাবনা একেবারেই আপসহীন।

ঘুম থেকে উঠে ক্লিনজিং ও ময়েশ্চারাইজিংয়ের পরই ত্বকে সানস্ক্রিন লাগান তিনি। কোন ধরনের ফেশিয়াল, ত্বকের নানাবিধ ট্রিটমেন্ট বা নিয়মিত রূপসদনে গিয়ে বিভিন্ন সেবা নেওয়ার ব্যাপারে একেবারেই অনীহা ভাবনার। প্রাকৃতিক উপাদানেই ভাবনা প্রকৃতি প্রদত্ত সৌন্দর্যে উদ্ভাসিত এই দূষণের শহরেও।

ছবি: ইনস্টাগ্রাম

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন