সাফার হাতি দর্শন
শেয়ার করুন
ফলো করুন

জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির প্রায়ই নানা নয়নাভিরাম স্থানে অবকাশ যাপনে যান। আর সে জায়গার ছবিও শেয়ার করেন ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। এবার সাফা গেছেন থাইল্যান্ডের এলিফ্যান্ট স্যাঙ্কচুয়ারিতে। বিভিন্ন প্রতিকূল ও দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করা হাতিদের অভয়ারণ্য এটি। সেই সঙ্গে রয়েছে হাতি দর্শনের ব্যবস্থা। সেখানে গিয়ে এই বিশাল অথচ মায়ায় ভরা প্রাণীটির সংস্পর্শে উচ্ছসিত সাফা তাঁর চমৎকার কিছু ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। আর সেই সঙ্গে তাঁর একান্ত অনুভূতিগুলোও ব্যক্ত করেছেন।

১/৬
থাইল্যান্ডের এলিফ্যান্ট স্যাঙ্কচুয়ারিতে আনন্দময় সময় কাটালেন সবার প্রিয় অভিনেত্রী সাফা কবির
থাইল্যান্ডের এলিফ্যান্ট স্যাঙ্কচুয়ারিতে আনন্দময় সময় কাটালেন সবার প্রিয় অভিনেত্রী সাফা কবির
বিজ্ঞাপন
২/৬
ফ্রিল দেওয়া আরামদায়ক আইভরি লং ড্রেস আর খোলা চুলে স্নিগ্ধ লাগছে সাফাকে।
ফ্রিল দেওয়া আরামদায়ক আইভরি লং ড্রেস আর খোলা চুলে স্নিগ্ধ লাগছে সাফাকে।
বিজ্ঞাপন
৩/৬
সাফার সঙ্গে হাতিদের বেশ বন্ধুত্ব হয়ে গেছে অল্প সময়েই। বিভিন্ন দুর্দশা থেকে উদ্ধার করা হাতিগুলোর সঙ্গে সময় কাটিয়েছেন সাফা মন ভরে।
সাফার সঙ্গে হাতিদের বেশ বন্ধুত্ব হয়ে গেছে অল্প সময়েই। বিভিন্ন দুর্দশা থেকে উদ্ধার করা হাতিগুলোর সঙ্গে সময় কাটিয়েছেন সাফা মন ভরে।
৪/৬
সাফার চোখে-মুখে যে আনন্দের অভিব্যক্তি, তা নিতান্তই স্বতস্ফূর্ত আর খাঁটি। হা্তির আলিঙ্গনকে খুব কল্যাণকর বলে মানেন থাইরা। তাঁদের কাছে হাতি এক পবিত্র প্রাণী।
সাফার চোখে-মুখে যে আনন্দের অভিব্যক্তি, তা নিতান্তই স্বতস্ফূর্ত আর খাঁটি। হা্তির আলিঙ্গনকে খুব কল্যাণকর বলে মানেন থাইরা। তাঁদের কাছে হাতি এক পবিত্র প্রাণী।

হাতিকে ফল খাওয়াচ্ছেন, হাত বুলিয়ে আদর করছেন সাফা

৫/৬
হাতি এক মায়াময় প্রাণী। তাঁরা ভালোবাসা ফিরিয়ে দিতে জানে। সাফার বয়ানে হাতিদের এই জড়িয়ে ধরার অনুভুতিটুকু তাঁর কাছে জাদুময় মনে হয়েছে।
হাতি এক মায়াময় প্রাণী। তাঁরা ভালোবাসা ফিরিয়ে দিতে জানে। সাফার বয়ানে হাতিদের এই জড়িয়ে ধরার অনুভুতিটুকু তাঁর কাছে জাদুময় মনে হয়েছে।
৬/৬
হাতি শক্তিমত্তা আর জীবনীশক্তির প্রতীক। রাজসিক ভঙ্গিমায় অভিবাদন জানাচ্ছে হাতিটি সাফাকে।
হাতি শক্তিমত্তা আর জীবনীশক্তির প্রতীক। রাজসিক ভঙ্গিমায় অভিবাদন জানাচ্ছে হাতিটি সাফাকে।
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০২: ০৭
বিজ্ঞাপন