জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির প্রায়ই নানা নয়নাভিরাম স্থানে অবকাশ যাপনে যান। আর সে জায়গার ছবিও শেয়ার করেন ভক্ত ও অনুরাগীদের সঙ্গে। এবার সাফা গেছেন থাইল্যান্ডের এলিফ্যান্ট স্যাঙ্কচুয়ারিতে। বিভিন্ন প্রতিকূল ও দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করা হাতিদের অভয়ারণ্য এটি। সেই সঙ্গে রয়েছে হাতি দর্শনের ব্যবস্থা। সেখানে গিয়ে এই বিশাল অথচ মায়ায় ভরা প্রাণীটির সংস্পর্শে উচ্ছসিত সাফা তাঁর চমৎকার কিছু ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। আর সেই সঙ্গে তাঁর একান্ত অনুভূতিগুলোও ব্যক্ত করেছেন।
হাতিকে ফল খাওয়াচ্ছেন, হাত বুলিয়ে আদর করছেন সাফা