সাফা কবিরের শীত ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী সাফা কবিরের ঋতুভিত্তিক ফ্যাশন বরাবরের মতোই নজরকাড়া। আবহাওয়ার পালাবদলে শীত এসে পড়েছে গুটিপায়ে। আর এ সময়ে তিনি নিজের ফ্যাশন নিয়ে করেছেন নানা রকম নিরীক্ষা।

ল্যাভেন্ডার রঙের পোশাকে বরাবরের মতোই সুন্দর সাফা কবির। তাই তো এই রঙকেই শীত ফ্যাশনের অংশ করে নিয়েছেন তিনি। হালকা শীতে তিনি পড়েছেন ল্যাভেন্ডার রঙের ক্যাজুয়াল প্যান্ট–স্যুট। কিছুদিন আগেও তাঁকে দেখা গিয়েছিল একই রঙের জাম্পস্যুটে।

বিজ্ঞাপন

সাফার শীত ফ্যাশনে অন্য যে পোশাকটি থাকে, তা হলো স্টাইলিশ ও রঙিন সব হুডি। হুডিতে ঠান্ডায় যেমন আরাম পাওয়া যায়, তেমনি হয় স্টাইলও। কর্ডের হুডিতে দারুণ লাগছে সাফাকে।

ডেনিমের ফ্যাশন কখনোই যাওয়ার নয়। সাফার শীত ফ্যাশনেরও অংশ হয়েছে ডেনিম। টেক্সট ডিজাইনের ডেনিম জ্যাকেট, ডেনিমের শার্ট শীতে পরতে পছন্দ করেন সাফা। এমন কি নিজেকে ‘ডেনিম লাভার’ বলেন তিনি।

বিজ্ঞাপন

শীতে ফরমাল ও সেমি ফরমাল অনুষ্ঠানে ব্লেজার পরতে পছন্দ করেন সাফা। লাল, মাস্টার্ড ও কালো-সাদা ডিজাইনের ব্লেজারে দেখা গেছে সাফাকে।

শীতে একধরনের পোশাক পরতে পছন্দ করেন না সাফা। ভিন্নতা আনতে তাঁর শীত ফ্যাশনে থাকে ট্রেন্ডি জ্যাকেটও। ফুলেল ছাপা বা মজার কোন প্যাটার্নের ছাপ ছোপ দেওয়া ক্যাজুয়াল জ্যাকেট পরতে ভালোবাসেন তিনি।

শীত মানেই নানা রঙ ও কায়দার স্টাইলিশ টপ। সাফার ইনস্ট্রাগ্রাম ঘুরে তাঁকে ভিন্ন ভিন্ন রঙের হাই নেক সোয়েটারে দেখা গেছে। যার মধ্যে রয়েছে লাল, সাদা ও হলুদের মতো রং।

সাফার শীত ফ্যাশনে আরও একটি অনুষঙ্গ দেখা যায়। সেটি হলো উলের আরামদায়ক ও ট্রেন্ডি টুপি। আরামের পাশাপাশি টুপিতে হয় সাফার স্টাইল স্টেটমেন্টও।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ১০: ২৬
বিজ্ঞাপন