একের পর এক চমক দিয়ে যাচ্ছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের নতুন নেটফ্লিক্স সিরিজ 'ব্যাডস অব বলিউড'। এখানে বলিউডের বিখ্যাত ভিলেন গুলশান গ্রোভার আর শক্তি কাপুরের সঙ্গে 'গফুর' গানে দেখা গেল আইটেম কুইন তামান্না ভাটিয়াকে। সিরিজের ভেতরে এই গান অন্তর্ভুক্ত না থাকায় নানা গুঞ্জন উঠেছে তামান্নার অতিরিক্ত আবেদনময়তায় সেন্সরশিপ নিয়ে। পরে অবশ্য প্রযোজক সংস্থা রেড চিলিস তাদের এক্স পোস্টে জানায়, এটি সিরিজের ভেতরে রাখার কথাই ছিল না। অন্য অনেক আইটেম নাম্বারের মতো এটি আলাদা মুক্তি পাবে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে।
এ পর্যন্ত 'আজ কি রাত', 'কাভাল্লা'সহ বিভিন্ন সাড়া জাগানো আইটেম গানে তামান্না ভাটিয়া নজর কেড়েছেন খুব। আর এই জনপ্রিয় আইটেম কুইন ব্যাডস অব বলিউডের গান 'গফুর'-এ নেচে ৮ কোটি টাকা নিয়ে নতুন রেকর্ড গড়েছেন বলে বেশ কিছু সূত্র জানাচ্ছে।
এখানে তিনটি ভিন্ন লুকে আবেদন ছড়াতে দেখা যাচ্ছে তামান্নাকে। হট পিংক ব্রালেটের সঙ্গে তিনি পরেছেন সিকুইনের ফিটেড পার্পল প্যান্ট।
আরেকটি লুকে পানির ধারায় ওয়েটলুকে দেখা যাচ্ছে তামান্নাকে রূপালি সিকুইনের ব্রালেটে।
তৃতীয় লুকে এক্সট্রিম লো রাইজ জিনসের সঙ্গে স্টোনের ফ্রিঞ্জ দেওয়া ব্রালেট টপ পরেছেন এই লাস্যময়ী অভিনেত্রী। এই গানের টিজার দিয়েছেন তিনি নিজেই। এরপর পুরো গানের জন্য মুখিয়ে আছেন তাঁর ভক্তরা। জানা যায় এই চোখ কপালে তোলা পারিশ্রমিক চাওয়ার পরেও আরিয়ান খান নিজেই চেয়েছেন তামান্না এই গানে নিজের জাদু দেখান।
সূত্র: বলিউড সোয়্যাগ ও ভুম্পলা এফসির ইন্সটাগ্রাম
ছবি: ইন্সটাগ্রাম