আইটেম গান নিয়ে সবসময় অনেক নেতিবাচক কথা হয়। আসলে বলিউড সিনেমা থেকেই এই কথাটির প্রচলন। এখন আমাদের দেশের বা টালিউডের সিনেমায়ও আইটেম গান কথাটি ব্যবহার হয়। আর এ কথা দিয়ে আসলে বোঝানো হয় সিনেমার ঘটনাপ্রবাহের মাঝে অত্যন্ত আকর্ষণীয় লুকে নাচ সহযোগে পরিবেশিত গানকে। আর সেই বহুযুগ আগে হেলেন বা অরুণা ইরানীর মতো অভিনেত্রীরা ক্যাবারে, ডিসকো থেকে শুরু করে নানা ধরণের আবেদনময় লুকে দেখা দিতেন বলিউড সিনেমায়। সিনেমার চেয়ে অনেক সময় এই আইটেম গানই বেশি হিট হয়ে যায়। কয়েক মাস আগে বলিউডের সবচেয়ে বড় হিট সিনেমা স্ত্রী টু-এ লাস্যময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়ার ওপরে চিত্রায়িত 'আজ কি রাত গান' রীতিমতো ভাইরাল হয়ে যায়। এর রেশ কাটতে না কাটতেই আজ রিলিজ হলো নতুন সিনেমা রেইড টু-এর 'নাশা' গানটি। আর এখানেও তামান্নার অত্যন্ত আকর্ষণীয় লুক আর মোহনীয় নাচের ভঙ্গিমা ইতিমধ্যেই সাড়া ফেলেছে সবার মধ্যে।