হলিউড হার্টথ্রব টিমোথি শ্যালামেট। অল্প বয়সে তাঁর অভিনয়ের প্রতিভা দিয়ে জয় করে নিয়েছেন লাখো মানুষের মন। টিমোথি একজন মেধাবী অভিনেতাই শুধু নন, স্টাইল আইকনও বটে। তিনি বর্তমানে হলিউডের সবচেয়ে স্টাইলিশ তারকাদের মধ্যে অন্যতম। বিশ্বের অনেক ফ্যাশনপ্রেমী পুরুষ আছেন, যাঁরা তাঁর লুক খুব অনুসরণ করেন। আর ফ্যাশন পুলিশেরা বসেই থাকেন বড় বড় ইভেন্টে টিমোথির সাজপোশাক বিশ্লেষণ করতে। সম্প্রতি এমনই একটি ইভেন্টের জন্য আলোচনায় এসেছে তাঁর ফ্যাশনেবল লুক।
৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত মুভি ‘ওয়াঙ্কা’। এখানে তরুণ উইলি ওয়াঙ্কার ভূমিকায় অভিনয় করছেন টিমোথি। বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার আগে কয়েকটি দেশে হয়েছে মুভির প্রিমিয়ার ইভেন্ট। কয়েক দিন আগে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয়েছে ওয়াঙ্কার প্রিমিয়ার। সেখানের লালগালিচায় নিজের ফ্যাশনেবল লুক দিয়ে আলো ছড়িয়েছেন টিমোথি।
বিশেষ এই ইভেন্টের জন্য তিনি বেছে নিয়েছিলেন ভেলভেটের ম্যাজেন্টা প্যান্ট-স্যুট। ফ্যাশন সমালোচকেরা বলছেন, এই ডিজাইনার আইটেমটি ওয়াঙ্কার বেগুনি ওভারকোটে হাই-ফ্যাশন সংস্করণ।
মজার বিষয় হলো এই প্যান্ট-স্যুটটি এসেছে টম ফোর্ডের নতুন বসন্ত ও গ্রীষ্মের উইমেনসওয়্যার কালেকশন থেকে। এর সঙ্গে পরেছিলেন চকলেট স্কয়ার-টো চেলসি বুট। স্বাভাবিকভাবে মেয়েদের প্যান্ট–স্যুট পরার জন্য খবরের শিরোনাম হতে পারতেন টিমোথি। কিন্তু তাঁর পোশাকের মধ্যে লাইমলাইট কেড়ে নিয়েছে একটি অনন্যসাধারণ নেকলেস।
চোখধাঁধানো বোল্ড নেকলেসটি ডিজাইন করেছে বিখ্যাত বিলাসবহুল ফরাসি গয়না ও ঘড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড কার্টিয়ের। নেকলেসের বেজ ছিল হোয়াইট গোল্ড। এর ওপর খোদাই করা হয়েছে ৯৬৪টি পান্না, রুবেলাইট, গোলাপি ট্যুরমালাইন এবং নীল ওপালসহ প্রায় এক হাজার মূল্যবান পাথর। ব্র্যান্ডটি থেকে জানানো হয়েছে যে নেকলেসটি বানাতে সময় লেগেছে ৪৫০ ঘণ্টা।
উল্লেখ্য, টিমোথি কার্টিয়েরের অ্যাম্বাসেডর। এর আগেও এই ব্র্যান্ডের নেকলেস পরে তাঁকে লালগালিচায় দেখা গিয়েছে। কার্টিয়ের কর্তৃপক্ষ জানিয়েছে যে নেকলেসটি টিমোথির জন্য বানানো হলেও এটি ব্র্যান্ডের একটি বিশেষ আইটেম হিসেবে বিশ্বজুড়ে প্রদর্শন করা হবে।
ছবি: ইন্সটাগ্রাম