স্কার্ট পরে রেড কার্পেট মাতালেন ব্র্যাড পিট
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

ব্র্যাড পিটের ফ্যাশন সেন্স অবিসংবাদিত। আবার তাঁকে মানিয়েও যায় সবকিছুই। তবে নিজের আসন্ন ছবি ‘বুলেট ট্রেন’-এর প্রদর্শনীর আগে রেড কার্পেটে স্কার্টের স্টাইলে সবার সামনে এতটা সাবলীলভাবে উপস্থিত হয়েছেন তিনি যে জেন্ডার ফ্লুইড ফ্যাশন স্টেটমেন্ট এক আলাদা রূপ পেয়েছে।

জেন্ডার নিউট্রাল বা ইউনিসেক্স ফ্যাশন নিয়ে প্রচুর কাজ হচ্ছে এখন।। আবার তারকাদের অনেকেই বিভিন্ন সময় নানা পোশাকে নিজেকে সাজিয়ে তাঁদের লিঙ্গ নিরপেক্ষতার জানান দিয়েছেন জোরেশোরেই। কিন্তু ব্র্যাড পিটের স্কার্টের সঙ্গে পুরো স্টাইল যেন তাঁর চিরাচরিত সুপুরুষ রূপকেই অক্ষুণ্ন রেখেছে। যতই ব্যতিক্রমী হোক, তাঁর বাদামি হাঁটু পর্যন্ত দৈর্ঘ্যের দৃশ্যমান হেমলাইনের স্কার্টের সঙ্গে ম্যাচিং জ্যাকেট দেখে বরং প্রশ্ন জাগছে, মেনজ ওয়্যারে কেন স্কার্ট অত্যাবশ্যক পোশাক নয়!
বার্লিনে অনুষ্ঠিত এই মুভি স্ক্রিনিংয়ে ব্র্যাড পিট স্বভাবসুলভ সাবলীল ভঙ্গিতে রেড কার্পেটে উপস্থিত হলেন জ্যাকেট ও স্কার্টের সঙ্গে ডাস্টি পিংক শার্ট, পেনডেন্ট ঘরানার নেকলেস, সানগ্লাস আর কালো কম্ব্যাট বুটে। দেখা যাচ্ছে তাঁর পায়ে গন্ডারমুখো আর মানুষের মাথার খুলি আকৃতির উল্কি।

বিজ্ঞাপন

মজার ব্যাপার হলো, ব্র্যাড পিটের এই স্কার্টপ্রীতি কিন্তু একেবারে নতুন নয়। সেই ২০০৪ সালে ‘ট্রয়’ ছবির প্রচারণার সময় প্রাচীন গ্রিক পুরুষদের স্কার্ট পরার রীতি সম্পর্কে বলতে গিয়ে তিনি ব্রিটিশ ‘ভোগ’-এর কাছে তাঁর অভিমত জানাতে গিয়ে বলেন, অচিরেই পুরুষের ওয়ার্ডরোবে স্কার্ট হবে এক নিয়মিত সংযোজন। বিশেষত গ্রীষ্মকালীন মেনজ ফ্যাশনে স্কার্টের সম্ভাবনা দেখতে পান তিনি। এদিকে আবার সেই ১৯৯৯ সালেও রোলিং স্টোনের কভারে ফটোশুটের জন্য বিভিন্ন নকশার পোশাকে দেখা যায় ব্র্যাডকে।

ছবি: রয়টার্স

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১১: ৫৯
বিজ্ঞাপন