নভেম্বরে টোকিওতে অনুষ্ঠিতব্য মিস ইন্টারন্যাশনাল ২০২৪–এর মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রতিভাময় মডেল নুজহাত তাবাসসুম এফা। মিস ইন্টারন্যাশনাল ২০২৪–এর বাংলাদেশের লাইসেন্সিং রাইটসের অধিকারী আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প ৩ সেপ্টেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়।